scorecardresearch
 

Women IPL: ২০২৩ থেকে মেয়েদের IPL, ঝুলনদের দাবিকে মান্যতা BCCI-এর

২০২২ মরশুম থেকে আইপিএল-এ ১০টি দল খেলছে। ২০২৩ সালে মহিলাদের আইপিএল-এর ক্ষেত্রে ছয়টি দল খেলবে। সেক্ষেত্রে শুরুতে আইপিএল ফ্র্যাঞ্চেইজি গুলিকেই প্রথমে প্রস্তাব দেবে বোর্ড। তবে এই দশ ফ্র্যাঞ্চেইজি বাদে আরও কিছু মহিলা ক্রিকেট দলের কাছে প্রস্তাব দেওয়া হবে। সেক্ষেত্রে কিছু সংস্থাকে এগিয়ে আসার অনুরোধ জানাতে পারে বোর্ড। 

Advertisement
শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল
হাইলাইটস
  • দাবি মানল সৌরভের বোর্ড
  • পরের বার থেকেই আইপিএল-এ ঝুলনরা

আগামী মরশুম থেকেই শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। দীর্ঘদিন ধরেই ঝুলন গোস্বামী, মিতালি রাজরা দাবি জানিয়ে আসছিলেন, এবার চালু করা হোক মহিলাদের আইপিএল। ছয়টি দল নিয়ে মেয়েদের আইপিএল চালু করার কথা পরিকল্পনা করেছে বিসিসিআই। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত মাসের শেষদিকে মুম্বইয়ে আলোচনায় বসেছিলেন বিসিসিআই কর্তারা। সেই সময়ই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ছয়টি দল কারা

২০২২ মরশুম থেকে আইপিএল-এ ১০টি দল খেলছে। ২০২৩ সালে মহিলাদের আইপিএল-এর ক্ষেত্রে ছয়টি দল খেলবে। সেক্ষেত্রে শুরুতে আইপিএল ফ্র্যাঞ্চেইজি গুলিকেই প্রথমে প্রস্তাব দেবে বোর্ড। তবে এই দশ ফ্র্যাঞ্চেইজি বাদে আরও কিছু মহিলা ক্রিকেট দলের কাছে প্রস্তাব দেওয়া হবে। সেক্ষেত্রে কিছু সংস্থাকে এগিয়ে আসার অনুরোধ জানাতে পারে বোর্ড। 

ভারতে মহিলাদের টি২০ ক্রিকেট হলেও আইপিএল-এর মত বড় কোনও টুর্নামেন্ট হয় না। মহিলাদের তিন দলের চ্যালেঞ্জার্স ট্রফির ম্যাচ এবারেও অনুষ্ঠিত হবে। আর সেই সময়ই ফ্র্যাঞ্চেইজি গুলিকে প্রস্তাব দেবে বোর্ড। এই বারেও চ্যালেঞ্জার্স ট্রফিতে চারটি দল খেলবে। করোনা মহামারির কারণে দুই বছর পর আইপিএল গভর্নিং কমিটির বৈঠক বসে। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরেই বোর্ডের উপর চাপ বাড়ছিল মহিলাদের আইপিএল নিয়ে। 

আরও পড়ুন: RCB-কে জেতানোর পর, দেশকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন কার্তিকের

আসলে ভারতের আগেই বহু দেশ মহিলাদের আইপিএল চালু করে দিয়েছে। অস্ট্রেলিয়া শুরু করলেও এখন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজও মহিলাদের টি২০ টুর্নামেন্ট চালুর করার কথা ভাবছে। তাই মহিলাদের আইপিএল-এ আর্থিক দিক থেকে তেমন লাভবান হওয়ার আশা না থাকলেও বোর্ডকে এই ব্যাপারে ভাবতেই হচ্ছে।    

    

Advertisement

Advertisement