রবিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে টেস্ট হেরেছে ভারতীয় দল (Team India)। এই হারের ফলে যথেষ্ট কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে যাওয়ার রাস্তা। ৩৬ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট জিতল কিউইরা। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। আট উইকেটে রোহিত (Rohit Sharma) বাহিনীর হারের পর শুরু হয়েছে নানা আলোচনা। কথা হচ্ছে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা নিয়েও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার ক্ষেত্রেও যা গত দুই মরসুমে বাধা হয়ে দাঁড়িয়েছে।
এখনও শীর্ষে টিম ইন্ডিয়া
ভারতীয় দল এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় শীর্ষে রয়েছে। তবে টিম ইন্ডিয়ার াড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তাই পরের সব ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। এই হার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়ানোর লড়াই ভারতের। বাকি দুই ম্যাচ এখন ডু অর ডাই রোহিত শর্মার দলের কাছে। এই হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওঠার লড়াইতেও চাপ বাড়ল ভারতের উপর। বর্তমানে ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ১ ড্রয়ের সৌজন্যে ৬৮.০৬ শতাংশ জয় নিয়ে ১ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া।
কীভাবে ফাইনালে যেতে পারে ভারত?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মরশুমে এখনও ৭টি ম্যাচ রয়েছে ভারতীয় দলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট একশো শতাংশ পাকা করতে হলে এখন কী অঙ্ক ভারতের সামনে? তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মনে। অঙ্কের হিসেব জানলে কিন্তু চিন্তা আরও বাড়বে ভারতীয় ফ্যানেদের। টিম ইন্ডিয়ার এখনও সাতটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে। তার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি ও অস্ট্রেলিয়া সফরে ৫টি। তারমধ্যে ৫টি জিতলে ফাইনালের টিকিট পাকা হয়ে যাবে ভারতীয় দলের। এই অঙ্কই বলে দিচ্ছে ভারতের লড়াই কতটা কঠিন হল।
গত দুই মরসুম ভারতীয় দল ফাইনালে গেলেও শিরোপা জিততে পারেনি। প্রথমবার নিউজিল্যান্ড ও দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হতেছে রোহিতদের। তবে এবার গৌতম গম্ভীরের কোচিং-এ অন্য লড়াইয়ের সামনে টিম ইন্ডিয়া। টি২০ বিশ্বকাপ জেতার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেওয়াই বড় চ্যালেঞ্জ তাদের সামনে।