বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনাল ম্যাচ। ভারত ও অস্ট্রেলিয়ার (India vs Australia) এই ম্যাচ ঘিরে উন্মাদনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে লন্ডনের ওভালে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে বৃষ্টি সমস্যা করতে পারে। বৃষ্টির জেরে সমস্যা হতে পারে এই ম্যাচ নিয়ে।
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
বৃষ্টির জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেস্তে যেতে পারে। তবে ম্যাচ না হলে কারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতবে কারা? ইংল্যান্ডের মাটিতে আবহাওয়ার কথা কিছুই বলা যায় না। আর এই কথা মনে করেই রিজার্ভ ডে-এর ব্যবস্থা রেখেছে আইসিসি (ICC), যা ১২ জুন নির্ধারিত করা হয়েছে। তবে শুধু বৃষ্টির জন্য নয়, পাঁচদিনের খেলায় যত ওভার মোট নষ্ট হবে, তা খেলা হবে এই ষষ্ঠ দিন, অর্থাৎ রিজার্ভ ডে-তে। তবে বৃষ্টিতে যদি খেলা ভেস্তে যায়, তাহলে নিয়ম অনুযায়ী দুই দলকে বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ বৃষ্টিতে বা অন্য কোনও কারণে ফাইনাল ম্যাচে মিমাংসা না হলে দুই দলই জিতবে ট্রফি।
আরও পড়ুন: WTC ফাইনালে বলই কি ভিলেন হতে পারে? দুশ্চিন্তা বাড়ল রোহিতদের
কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
কিন্তু সুখবর হল, লন্ডনে আগামী সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। ফলে পুরো পাঁচ দিনের লাল বলের ক্রিকেট উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এর আগে যদিও আইপিএল-এর সময়ও বৃষ্টি হয় যার জেরে রবিবার আইপিএল-এর ফাইনাল অনুষ্ঠিত করা যায়নি। সোমবার রিজার্ভ ডেতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করতে হয়। একই ঘটনা ঘটতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও।
আরও পড়ুন: WTC ফাইনালের আগেই অবসরের ঘোষণা, ভারতের বিরুদ্ধে খেলবেন এই অস্ট্রেলীয় তারকা?
আইপিএল শেষ করেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে মন দিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। তবে সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে যেতে হয়েছিল বিরাট কোহলিদের। তবে এবার প্যাট কামিন্সদের হারিয়েই দীর্ঘদিনের অধরা আইসিসি ট্রফি জিততে মরিয়া ভারতীয় দল। প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া দলও।