scorecardresearch
 
Advertisement

Manu Bhaker Paris 2024 Olympics: 'নমস্তে বেটা',অলিম্পিক বিজয়ী মনু ভাকেরকে মোদি নিজে ফোনে কথা বলছেন

Manu Bhaker Paris 2024 Olympics: 'নমস্তে বেটা',অলিম্পিক বিজয়ী মনু ভাকেরকে মোদি নিজে ফোনে কথা বলছেন

আগেরবার পদক হাতছাড়া হয়েছিল। কাঁদতে কাঁদতে ময়দান ছাড়তে হয়েছিল। তবে এবার আর ভুল হয়নি। প্যারিস অলিম্পিকে শ্যুটিংয়ে পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইতিহাস করলেন মনু ভাকের। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন তিনি। আর তারপরই প্রধানমন্ত্রীর ফোন। মনুকে ফোনে অভিনন্দন জানালেন মোদি। গতবারের অলিম্পিকে তাঁর পাশে ছিল না ভাগ্য। বিগড়ে গিয়েছিল এয়ার রাইফেল। কাঁদতে-কাঁদতে টোকিও-র ইভেন্ট ছেড়ে বেরিয়েছিলেন 18 বছরের মনু ভাকের। সেই সময় কোচের সঙ্গে বেশ রাগারাগিও করতে দেখা গিয়েছিল তাঁকে। বলা হয়, শ্যুটিং, তীরন্দাজের মতো খেলায় মনঃসংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্ত মন না হলে হাত কেঁপে যেতে বাধ্য। কাট টু 2024।

PM Modi calls up Manu Bhaker, congratulates her on maiden Olympic medal

Advertisement