scorecardresearch
 
Advertisement
টেক

PHOTOS : Facebook এনেছে Soundmoji, কী করে পাঠাতে হয়, দেখুন

Facebook Messenger Soundmojis how to send abk six
  • 1/6

ফেসবুক (Facebook)-এ যুক্ত হয়ে নতুন একটি ফিচার। চলতি মাস থেকে সেটি যোগ হয়েছে। ফেসবুক সেটির নাম রেখেছে সাউন্ডমোজি (Soundmoji)। নাম থেকে বোঝা যাচ্ছে এর গুণ কী। এর মাধ্যমে এবার থেকে ফেসবুক ব্যবহারকারীরা ইমোজির সঙ্গে অডিও-ও পাঠাতে পারবে।

Facebook Messenger Soundmojis how to send abk five
  • 2/6

ইতিমধ্যে ফেসবুক (Facebook) বেশ কয়েক রকমের সাউন্ডমোজি নিয়ে চলে এসেছে। কী কী ধরনের সাউন্ডমোজি (Soundmoji) আছে দেখে নেওয়া যাক। এর মধ্যে রয়েছে হাসি, চুমু, ভূতুড়ের মতো জিনিস রয়েছে। আরও অনেক রয়েছে সেই তালিকায়। সাউন্ডমোজি (Soundmoji)-কে আগামী দিনের ইমোজি বলা যেতে পারে। কারণ এর সঙ্গে আপনি শর্ট সাউন্ড ইমোজি-র সঙ্গে মেসেঞ্জার চ্যাটে পাঠানো যাবে।

Facebook Messenger Soundmojis how to send abk four
  • 3/6

এটা ব্যবহারকারীর মিডিয়া কনটেন্ট বানিয়ে দেওয়া হয়েছে। এখন যে কোনও ফেসবুক (Facebook) ব্যবহারকারী নিজেদের বন্ধুদের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সাউন্ডমোজি (Soundmoji) পাঠাতে পারবেন। এটা পাঠানো খুবই সহজ। কোনও জটিলতা নেই এই কাজে। যেমন করে জিআইএফ ইমেজ, স্টিকার, ইমোজি পাঠাতে হয়, এখানেও তাই। সহজ ভাবেই তা পাঠানো যাবে।

Advertisement
Facebook Messenger Soundmojis how to send abk three
  • 4/6

তবে এখন এই ফিচারটি অর্থাৎ সাউন্ডমোজি (Soundmoji) ফেসবুক মেসেঞ্জার (Facebook Messenger)-এর মোবাইল ভার্সনে পাওয়া যাচ্ছে। ওয়েব থেকে পাঠানোর কোনও ব্যবস্থা আমাদের নজরে আসেনি। এখন ফেসবুক ব্যবহারকারীরা সাউন্ডমোজি বানাতে পারবেন না। তবে আগে থেকে তৈরি করা সাউন্ডমোজিকে তাঁরা ব্য়বহার করতে পারেন। সেখানে কোনও সমস্যা নেই। আর ওই লিস্ট নিয়মিত আপডেট করা হচ্ছে। প্রতিটা শব্দ এক একটি ইমোজিকে বোঝাচ্ছে।

Facebook Messenger Soundmojis how to send abk two
  • 5/6

কী করে এই ফিচার ব্যবহার করা যাবে, দেখি। এ জন্য সবার আগে আমাদের যেতে হবে ফেসুবক ম্যাসেঞ্জার (Facebook Messenger)-এ। আর তারপর চ্যাট ওপেন করতে হবে। এবার আপনি যাঁকে সাউন্ডমোজি (Soundmoji) পাঠাতে চান, তাঁর চ্যাট খুলতে হবে। আর তারপর আপনার চ্যাটবক্সে থাকা স্মাইলি বেছে নিতে হবে।

Facebook Messenger Soundmojis how to send abk one
  • 6/6

সেটার ক্লিক করলে এক্সপ্রেশন মেনু খুলে যাবে। এবার লাউডস্পিকার আইকনে ক্লিক করুন। তখন আপনি দেখতে পারবেন সাউন্ডমোজি (Soundmoji)-র প্রিভিউ। আর তখন আপনি ঠিক করে নিতে পারবেন, কোনটা আপনি পাঠাতে চান। আর এরপর সেন্ডে ক্লিক করলেই সাউন্ডমোজি (Soundmoji) অডিও প্লেব্যাকের সঙ্গে চলে যাবে।

Advertisement