scorecardresearch
 
Advertisement
টেক

'ওই ৪৫ মিনিট দীর্ঘ ছিল!' ব্ল্যাকআউটে ক্ষমা চাইল WhatsApp

হোয়াটসঅ্যাপের
  • 1/5

৪৫ মিনিটের সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী। বিবৃতি জারি করে এমনটাই জানাল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। শুক্রবার রাতে আচমকা হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়ে যায়। সমস্যায় পড়েন গোটা বিশ্বে ছড়িয়ে কোটি কোটি গ্রাহক সমস্যায় পড়েন।

হোয়াটসঅ্যাপ মেসেজ
  • 2/5

গতকাল ঠিক ১১টার সময়ে এই সমস্যা শুরু হয়। প্রায় ৪৫ মিনিট হোয়াটসঅ্যাপ মেসেজ আদান প্রদান সহ কিছুই করা যাচ্ছিল না। 
 

হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন
  • 3/5

তবে কী কারণে হোয়াটসঅ্যাপের সার্ভার ডাউন হয়েছে, সেই সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি সংস্থা। তারা জানিয়েছে , গ্রাহকদের ধৈর্য্যের জন্য তারা কৃতজ্ঞ।

Advertisement
হোয়াটসঅ্যাপই
  • 4/5

শুধু হোয়াটসঅ্যাপই নয়। সার্ভার ডাউন হয় ফেসবুক ও ইনস্টাগ্রামেরও। জনপ্রিয় অ্যাপগুলির এমন হালে বিপাকে পড়েন সকলে।
 

সিগন্যালের
  • 5/5

এর জেরে বেড়েছে সিগন্যালের ব্যবহারকারীদের সংস্থা। গতকাল ট্যুইট করে সিগন্যাল জানিয়েছে তাদের ডাউনলোড সংখ্যা আচমকা বৃদ্ধি পেয়েছে।

Advertisement