Smartphones Under 15k: স্মার্টফোন কেনার সময়ে প্রথমেই ভাবা হয় বাজেট। তারপরেই সবাই ক্যামেরা, RAM নিয়ে ভাবতে শুরু করেন। অর্থাত্ সেই দামের মধ্যে কতটা ফিচার পাওয়া যায়, তাই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। সাধারণভাবে কোনও স্মার্টফোনের RAM যত বেশি হয়, সেই ফোন তত স্মুদভাবে চলে। অর্থাত্ ফোন হ্যাং হওয়ার সমস্যা কম হয়। আজকের প্রতিবেদনে এমন ৬টি স্মার্টফোনের বিষয়ে জানতে পারবেন। এগুলির প্রতিটিই ১৫ হাজার টাকার বাজেটের মধ্যে। তাতেই পেয়ে যাবেন ৬ GB RAM। পাশাপাশি, প্রতিটি ফোনই 5G।
১. Samsung Galaxy M13 5G
স্যামসাং পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য ১৫ হাজার টাকায় এটিই সেরা অপশন। আমাজনে দাম ১৩,৯৯৯ টাকা। ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ পাবেন। ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। ফ্রন্টে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন। ৫,০০০ mAH ব্যাটারি। MTK D700 Octa Core 2.2GH প্রসেসর।
২. Vivo T2X 5G
ভিভো-র এই ফোনেরও দাম ১৩,৯৯৯ টাকা। স্যামসাংয়ের ফোনের মতোই ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ পাবেন। সেই সঙ্গে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। তবে ফ্রন্টে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন। ৫,০০০ mAH ব্যাটারি। Dimensity 6020 প্রসেসর পাবেন।
৩. POCO X5 5G
পোকো-র ফোনে সাধারণত ক্যামেরা ভাল হয়। তাই ভাল ক্যামেরা চাইলে POCO X5 5G নিতে পারেন। 48MP + 8MP + 2MP ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন। ৫,০০০ mAH ব্যাটারি পাবেন। প্রসেরও বেশ ভাল। Qualcomm Snapdragon 695 প্রসেসর পাবেন। ৬ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
৪. Redmi 11 Prime 5G
রেডমির এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। ৬ জিবি RAM এবং ১২৮ জিবি স্টোরেজ পাবেন। ৫০ মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা পাবেন। MediaTek Dimensity 700 প্রসেসর পাবেন। ৯০ Hz রিফ্রেশ রেট। ৫,০০০ mAH ব্যাটারি।
৫. IQOO Z6 Lite 5G
এতেও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। ৫,০০০ mAH ব্যাটারি। ফোনের দাম ১৪,৪৯৯ টাকা। এই ফোনের প্রসেসর খুব ভাল, Snapdragon 4 Gen 1।
৬. Tecno Spark 10 5G
দাম ১৪,৯৯৯ টাকা। ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা পাবেন। Dimensity 6020 প্রসেসর।