বিশ্ব জুড়ে মহামারীর পরিস্থিতি। আর তার মাঝেই বিশ্ববিখ্যাত মোবাইল সংস্থা Apple নিয়ে এল তাদের iPhone 12-এর নতুন সিরিজ। ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় আমেরিকার অ্যাপল পার্ক থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন হল। এই ইভেন্টটি সরাসরি প্রচারিত হয় অ্যাপল ডটকম ওয়েবসাইটে।
The Apple October Event will start in half an hour! Fast approaching. #AppleEvent pic.twitter.com/Hnx9tpf7cl
— Event Timer (@AppleEventTimer) October 13, 2020
অ্যাপলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন এই দিনটির। এই প্রথম ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট করবে আইফোনে। সেই কারণেই iPhone 12 সিরিজের ফোনগুলিকে অ্যাপল বলছে ‘হাই স্পিড’। iPhone 12 Mini, iPhone 12, iPhone 12 Pro ও iPhone 12 Pro Max এই ৪ মডেলে পাওয়া যাবে এই আধুনিক ফোন। ১৩ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে iPhone 12 এর পর্দা উন্মোচিত হলেও ১৬ অক্টোবর থেকে বুকিং শুরু হবে। বাজারে আনুষ্ঠানিকভাবে আসবে ২৩ অক্টোবর। এগুলোর দাম হবে ৬৯৯ ডলার থেকে এক হাজার ৯৯ ডলার পর্যন্ত।
চারটি মডেলের আইফোনে মূলত আকারে পার্থক্য থাকবে। এগুলোর মধ্যে আইফোন ১২ ও ১২ মিনি হবে ৫.৪ ও ৬.১ ইঞ্চি মাপের। প্রো মডেলদুটি ৬.১ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি মাপের হতে পারে। এর আগে কখনও এত বড় স্ক্রিনের ফোন আনেনি অ্যাপল।আইফোন ১২ মডেলে ডুয়েল ক্যামেরা সেটআপ ও প্রো মডেলের তিন ক্যামেরা সেটআপ থাকছে। আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলটিতে ৫জি নেটওয়ার্ক সুবিধা থাকছে। নতুন আইফোনে এ ১৪ প্রসেসর এবং ওএলইডি ডিসপ্লে দিচ্ছে অ্যাপল।
নতুন ফিচার হিসেবে আইফোনে যুক্ত করা হয়েছে ফাইভ জি টেকনোলজি। যার ফলে ইন্টানেট গতি বৃদ্ধি পাবে। এছাড়াও এই ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে যাবে নিজের গাড়ি, ভার্চুয়াল রিয়েলিটি, স্মার্টসিটির নতুন সব প্রযুক্তি ছাড়াও রোবটের নানা অগ্রগতি সম্পর্কে।
অ্যাপল সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন আইফোনের বাজারে আনে। তবে এবারের করোনা মহামারীর কারণে প্রতিষ্ঠানটি আইফোন উন্মোচনের অনুষ্ঠান এক মাস পিছিয়ে দিয়েছে।