scorecardresearch
 

Asus 8z: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, দ্রুত চার্জিংয়ের নয়া স্মার্টফোন, দাম কত?

ভারতের বাজারে নতুন ফোন লঞ্চ করল Asus। এই নতুন Asus 8z ফোনে রয়েছে ৫.৯ ইঞ্চির স্ক্রিন। সেই  সঙ্গে ডুয়েল ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর।

Advertisement
ভারতীয় বাজারে এল Asus 8z। ভারতীয় বাজারে এল Asus 8z।
হাইলাইটস
  • ভারতের বাজারে এল Asus 8z।
  • Asus 8z স্মার্টফোন চালিত অ্যান্ড্রয়েড ১১-এ ZenUI 8 প্রযুক্তিতে।
  • ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা।

অনেক দিন বাদে স্মার্টফোন লঞ্চ করল আসুস (Asus)। সংস্থার নয়া স্মার্টোফেনের নাম  Asus 8z। আজ অর্থাৎ ৭ মার্চ অনলাইনে প্রথম বিক্রি হতে চলেছে ফোনটি। ৫.৯ ইঞ্চির স্ক্রিন রয়েছে  Asus 8z ফোনে। সেই  সঙ্গে ডুয়েল ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ব্যাটারি দেওয়া হয়েছে ৪০০০ মেগাহার্জ। ৩০W ফাস্ট চার্জিং। চলুন জেনে নিই আরও তথ্য- 

Asus 8z স্মার্টফোন চালিত অ্যান্ড্রয়েড ১১-এ ZenUI 8 প্রযুক্তিতে। রয়েছে ৫.৯ ইঞ্চির Full HD+ Samsung E4 AMOLED ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেট।  Corning Gorilla Glass Victus-র সুরক্ষা স্ক্রিনে।  Qualcomm Snapdragon 888 প্রসেসর। 8GB RAM রয়েছে ফোনে।

ফোনের ডিসপ্লে-তে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। ট্রিপল মাইক্রোফোনও আছে। ব্যাটারি ৪০০০mAh। রয়েছে ৩০W ফাস্ট চার্জিং। হ্যান্ডসেটের রেটিং পেয়েছে IP68।       

ছবির কথা বললে ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা আছে। এছাড়া ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইল্ড লেন্স দেওয়া হয়েছে। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ১২৮ জিবি স্টোরেজ রয়েছে ফোনে।  ফোনে 5G, 4G LTE এবং Wi-Fi 6 রয়েছে। এছাড়া অন্যান্য সংযোগ ব্লুটুথ, GPS, NFC, USB টাইপ-সি পোর্ট এবং ৩.৫mm অডিও জ্যাক।

Asus 8z ফোন একটি ভ্যারিয়েন্টেই আপাতত মিলছে। 8GB RAM + 128GB স্টোরেজ থাকা ফোনটির দাম পড়ছে ৪২,৯৯৯ টাকা। ফ্লিপকার্টেই কিনতে পারবেন স্মার্টফোনটি। দু'টি রঙের ফোন বেছে নেওয়ার সুযোগ। একটি হরিজন সিলভার   (Horizon Silver) এবং অন্যটি ওবসিডিয়ান ব্ল্যাক (Obsidian Black)। ফোনে আপাতত কোনও ছাড় মিলছে না। 

আরও পড়ুন- পাবজি, ফ্রি ফায়ারের পর ব্যান BGMI? হাইকোর্টে যা জানাল কেন্দ্র...

Advertisement
Advertisement