পুজোর আর মাত্র দিনকয়েক বাকি, তার আগেই গ্রাহকদের জন্য বড়সড় ঘোষণা করল ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট। মাত্র ১ টাকা দিয়ে অগ্রিম বুকিং করলেই কিনতে পারবেন পছন্দ মতো জিনিসটি।
অক্টোবরের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে। চলবে ২১ তারিখ পর্যন্ত। ফ্লিপকার্ট প্লাস গ্রাহকরা ১৫ তারিখ থেকে সমস্ত সুবিধা পাবেন। দুর্দান্ত এই সেলে বিভিন্ন পণ্যের উপর আকর্ষণীয় ছাড় রেখেছে সংস্থা।
এরই মধ্যে ফ্লিপকার্ট গ্রাহকদের জন্য আরও একটি অফার ঘোষণা করেছে। মাত্র ১ টাকা দিয়ে যে কোনও পণ্যে অগ্রিম বুকিং করে রাখলে, পরে সেল চলাকালীন সংশ্লিষ্ট গ্রাহক সেটি কিনতে পারবেন। অর্থাৎ আগে থেকে সেই পণ্যের স্টক শেষ হয়ে যাওয়ার ভয় আর থাকবে না। অক্টোবরের ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত এই বুকিংটি করা যাবে। ফ্লিপকার্ট কর্তৃপক্ষের আশা এতে অনেক গ্রাহকের সুবিধা হবে।
সব জিনিসের উপর করা যাবে না বুকিং
তবে সব কিছুতেই যে অগ্রিম বুকিং করা যাবে তা নয়। নির্দিষ্ট কিছু পণ্যকে প্রি বুকিংয়ের আওতায় রাখা হচ্ছে না। যেমন গ্যালাক্সি এস২০-র দাম ৪৯,৯৯৯। এটি ফ্লিপকার্টের প্রি বুকিং তালিকায় নেই। সেইসঙ্গে আরও বলা হয়েছে, কেউ ১১ থেকে ১৪ তারিখের মধ্যে কোনও নির্দিষ্ট পণ্যের প্রি বুকিং করে রাখলে, সেটা কিনতে হবে ১৬ তারিখ বিকালের মধ্যে। নইলে সংশ্লিষ্ট গ্রাহকের প্রিং বুকিংটি ক্যানসেল করে দেওয়া হবে।
পোশাক, জুতো, গৃহস্থালির সামগ্রী-সহ বিভিন্ন পণ্য রাখা হয়েছে অগ্রিম বুকিং বিভাগে। এমনিতে বিগ বিলিয়ন ডে-তে বিভিন্ন পণ্যের উপর আকর্ষণীয় ছাড় রেখেছে সংস্থা। পুজোর মুখে অগ্রিম বুকিং চালু হওয়ায় অনেক গ্রাহক খুশি হবেন বলে মনে করছে বিখ্যাত এই ই-কমার্স সংস্থা।
অফার দিচ্ছে অ্যামাজনও
ফ্লিপকার্টের পাশাপাশি অ্যামাজনেও শুরু হচ্ছে ইন্ডিয়ান ফেস্টিভেল ডে। ১৭ অক্টোবর থেকে চালু হচ্ছে সেল। একাধিক পণ্যের উপর দুর্দান্ত ছাড় ঘোষণা করা হয়েছে। কতদিন এই সেল চলবে সেটা এখনও পরিস্কার নয়। তবে মনে করা হচ্ছে অন্তত এক মাস এই সেল চালাতে পারে অ্যামাজন।