scorecardresearch
 

Tesla: অবশেষে ভারতে আসতে চলেছে টেসলা? যা বললেন এলন মাস্ক

অবশেষে ভারতে আসতে চলেছে টেসলা? রয়টার্সের একটি প্রতিবেদনে এলন মাস্কের কথায় এমনই জল্পনা শুরু হয়েছে। বছর কয়েক ধরেই ভারতে নিজেদের কারখানা তৈরি করার জন্য জায়গা খুঁজছে এলনের কোম্পানি।

Advertisement
টেসলা টেসলা

অবশেষে ভারতে আসতে চলেছে টেসলা? রয়টার্সের একটি প্রতিবেদনে এলন মাস্কের কথায় এমনই জল্পনা শুরু হয়েছে। বছর কয়েক ধরেই ভারতে নিজেদের কারখানা তৈরি করার জন্য জায়গা খুঁজছে এলনের কোম্পানি।

টেসলার বিশেষজ্ঞ টিম সারা ভারতে অফিসের খোঁজ চালাচ্ছে। তাদের নজরে আছে গুজরাত, তামিলনাড়ু ও মহারাষ্ট্র এই তিনটি রাজ্য। বেশ কিছু দিন ধরেই টেসলা চেষ্টা করেছে ভারতের বাজারে  প্রবেশ করতে। ভারত সরকার ইলেকট্রিক গাড়ির ওপর ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে তাই অনেকেই মনে করছে যে এই সুযোগ কাজে লাগাতে চায় টেসলা।

কিন্তু ভারত সম্প্রতি এমন কিছু ইলেকট্রিক গাড়িরওউপর ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে যারা অনেক টাকা বিনিয়োগ করতে সম্মত হয়। তিন বছরের মধ্যে ভারতে গাড়ি তৈরি করতে সম্মত হয়৷ টেসলাও কিছুদিন ধরে ভারতীয় বাজারে প্রবেশের চেষ্টা করছে৷ ভারত সরকার বলেছে যে তাদের ভারতে গাড়ি তৈরি করা দরকার, শুধু এখানে বিক্রি করা নয়।

আরও পড়ুন

গত বছর জুনে এলন মাস্ক নিজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। টেসলা প্রায় এক বছর ধরে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকদের সঙ্গে কথা চালাচ্ছে। অনেক টাকাই বিনিয়গের জন্য প্রস্তুত তাদের কোম্পানি। বিশেষজ্ঞরা মনে করছেন, টেসলা চালু হলে অন্যান্য কোম্পানি গুলো উৎসাহিত হবে ভারতে বিনিয়োগ হলে দেশের অর্থনীতির জন্য  ভালও হবে। 

সম্প্রতি এলন মাস্ক তাঁর এক্স হ্যান্ডেলে টেসলা রোবোটিএক্সের মুক্তির দিন ঘোষণা করেছেন, যা স্বচালিত গাড়ির ইতিহাসে পথিকৃৎ হয়ে যাবে।
 

TAGS:
Advertisement