scorecardresearch
 

চুরি যাওয়া স্মার্টফোন সুইচঅফ! এই কৌশলে জেনে নিন লোকেশন

Android Phone: অ্যান্ড্রয়েড ফোন হারালে কয়েকটি সাধারণ পদ্ধতিতেই জেনে নিতে পারবেন ফোনের লোকেশন।         Android Phone: অ্যান্ড্রয়েড ফোন হারালে কয়েকটি সাধারণ পদ্ধতিতেই জেনে নিতে পারবেন ফোনের লোকেশন।        

Advertisement
ফোন হারালে খুঁজবেন কীভাবে? ফোন হারালে খুঁজবেন কীভাবে?
হাইলাইটস
  • স্মার্টফোন খোয়া গিয়েছে?
  • কীভাবে খুঁজবেন?
  • জেনে নিন লোকেশন ট্র্যাকের পদ্ধতি।

স্মার্টফোন খোয়া গিয়েছে? আদৌ কি খুঁজে পাবেন? অ্যান্ড্রয়েড ফোন হারালে কয়েকটি সাধারণ পদ্ধতিতেই জেনে নিতে পারবেন ফোনের লোকেশন।        

প্রথমে অন্য একটি নম্বর থেকে খোয়া যাওয়া ফোনে কল করুন। হতে পারে ফোনটি কোথাও ফেলে এসেছেন। অথবা কেউ আপনার ফোনটি পেয়েছেন। তখন তাঁর কাছ থেকে সেটি উদ্ধার করতে পারবেন। 

ফোনে কল করার পর সুইচঅফ দেখলেন। সবার আগে ফোন লক করতে হবে। বর্তমানে আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষা ব্যবস্থা ভাঙা সহজ নয়। তা সত্ত্বেও ফোন লক করতে পারবেন বাইরে থেকে। 

আইফোন কীভাবে খুঁজবেন?

আইফোন ব্যবহারকারীরা অন্য ডিভাইস থেকে Lost Mode সক্রিয় করুন। একইসঙ্গে Find My Device বিকল্পের ব্যবহারও করতে পারেন। মুছে দিতে পারবেন ফোনের ডেটাও। 

ফোনে জিপিএস অন থাকলে Find My Device দিয়ে ফোনের লোকেশন সনাক্ত করতে পারবেন। জিপিএস অফ থাকলে তা পারবেন না।      

আইফোন  Settings-[your name]- Find My Device-এ যান। Apple ID দিয়ে সাইন ইন করুন। তার পর Find My iPhone-এ যান। Find My Network-র সাহায্যে ফোনে নেটওয়ার্ক না থাকলেও খুঁজতে পারবেন। তা ২৪ ঘণ্টা পর্যন্ত লোকেশন ট্র্যাক করতে সক্ষম। আর একটি অ্যাপল ডিভাইস না থাকলে iCloud.com-এ লগ ইন করুন। 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কী করবেন?

অন্য ফোন থেকে android.com/find-এ যান। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন। Lost Phone বিকল্পে ক্লিক করুন। আপনার হারানো ফোনে চলে যাবে নোটিফিকেশন। আপনি সেই ফোনের লোকেশন দেখতে পারবেন। 

সমস্ত ডেটা আপনি ডিলিট করতে পারেন। তবে সেক্ষেত্রে ফোনের গতিবিধি আর দেখতে পাবেন না। 

Advertisement

আরও পড়ুন- ঠিক যেন iPhone 13! মাত্র ৬২০০ টাকায় স্মার্টফোন আনল এই সংস্থা

Advertisement