scorecardresearch
 

Parent Control in Phone: বাচ্চার আচরণে এই ৭ লক্ষণ দেখলে অবিলম্বে স্মার্টফোনে এই সেটিং অন করুন

আপনার বাড়িতেও কি এমন বাচ্চা আছে যে স্মার্টফোন দেখলেই গেম খেলার বায়না করে? এটা ঠিক যে আজকাল শিশুরা খেলনার চেয়ে মোবাইল ফোন নিয়ে খেলতে বেশি পছন্দ করে। আমরা নিজেরাই অবাক হই যখন দেখি ঠিক মতো কথা বলতে না পারা খুদেরাও ফোনের টাচ স্ক্রিনে আঙুল চালাতে শুরু করে।

Advertisement
স্মার্টফোন স্মার্টফোন
হাইলাইটস
  • আপনার বাড়িতেও কি এমন বাচ্চা আছে যে স্মার্টফোন দেখলেই গেম খেলার বায়না করে?
  • ড়দের হাতে মোবাইল দেখে শিশুরাও তা পাওয়ার জন্য জেদ ধরে বসে।
  • তবে বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা দরকার।

আপনার বাড়িতেও কি এমন বাচ্চা আছে যে স্মার্টফোন দেখলেই গেম খেলার বায়না করে? এটা ঠিক যে আজকাল শিশুরা খেলনার চেয়ে মোবাইল ফোন নিয়ে খেলতে বেশি পছন্দ করে। আমরা নিজেরাই অবাক হই যখন দেখি ঠিক মতো কথা বলতে না পারা খুদেরাও ফোনের টাচ স্ক্রিনে আঙুল চালাতে শুরু করে। বড়দের হাতে মোবাইল দেখে শিশুরাও তা পাওয়ার জন্য জেদ ধরে বসে। তবে বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা দরকার। এখন শিশুদের পড়াশোনাও অনলাইনে চলছে। তাই বিষয়টি হেলাফেলা করার নয়।

তরুণ প্রজন্ম এখন প্রতিদিন গড়ে ৭-৮ ঘণ্টা স্মার্টফোনে ব্যয় করছে। অন্যদিকে  ৮ থেকে ১২ বছরের বাচ্চারা গড়ে ৪ ঘন্টা ব্যয় করে। করোনাকাল থেকে যা আরও বাড়ছে। পড়াশোনা থেকে বিনোদন, মোবাইল চাইই চাই। যদি মনে করেন বাচ্চার ওপর নজরদারি দরকার, তাহলে অবিলম্বে পেরেন্টাল সেটিং অন করুন। 

আসুন জেনে নিই, অ্যান্ড্রোয়েড ফোনে কী ভাবে ওই সেটিং চালু করবেন। 

প্রথমে আপনাকে Google Play অ্যাপে যেতে হবে। তারপর প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, যা ডান পাশে ওপরের কোণে পাওয়া যাবে। এবার আপনাকে সেটিংসে গিয়ে ফ্যামিলিতে ক্লিক করতে হবে। এরপর আপনি প্যারেন্টাল কন্ট্রোলের অপশন পাবেন।
এর জন্য আপনাকে একটি পিন লিখতে হবে। এখন আপনি বাছতে পারবেন, আপনার বাচ্চা ফোনে কী দেখতে পারবে, আর কী নয়। 

কিন্তু কখন করবেন ওই সেটিং অন ?

যদি লক্ষ্য করেন আপনার বাচ্চা আপনার কথায় মনোযোগ দিচ্ছে না। বা কথার ঠিকমতো উত্তর দিচ্ছে না।
হোমওয়ার্ক বা পড়ায় ফাঁকি দিতে থাকলে। ফোনের ব্রাউজিং হিস্টোরি মুছে ফেললে। 
ফোনের জন্য জেদ ধরলে।
বাচ্চা যদি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে উৎসাহী না হলে।
ফোন ব্যবহার করার জন্য আলাদা ঘরে গেলে।

Advertisement

আরও পড়ুন : আপনিও কি এই ৪ ভুল করেন? বোমের মতো ফেটে যেতে পারে সাধের স্মার্টফোন!

 

Advertisement