scorecardresearch
 

ভারতে কি ফিরতে পারে পাবজি ? ফের জোরালো হল জল্পনা

ভারতে কি ফের একবার ফিরতে চলেছে পাবজি? জোরালো হল জল্পনা। জানা গিয়েছে, এয়ারটেলের সঙ্গে পাবজি কর্পোরেশনের কর্তাদের বৈঠক হয়েছে। তবে বৈঠক হলেও কেন্দ্রীয় সরকার পাবজির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেবে কিনা, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়।

Advertisement
পাবজি গেম। ছবি সৌজন্যে- ইন্ডিয়া টুডে পাবজি গেম। ছবি সৌজন্যে- ইন্ডিয়া টুডে
হাইলাইটস
  • ভারতে ফিরতে মরিয়া পাবজি
  • কথাবার্তা এয়ারটেলের সঙ্গে
  • নিষেধাজ্ঞার পর থেকেই ব্যাপক লোকসান সংস্থার

ভারতে কি ফের একবার ফিরতে চলেছে পাবজি? জোরালো হল জল্পনা। জানা গিয়েছে, এয়ারটেলের সঙ্গে পাবজি কর্পোরেশনের কর্তাদের বৈঠক হয়েছে। তবে বৈঠক হলেও কেন্দ্রীয় সরকার পাবজির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেবে কিনা, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়।

এবারই প্রথম নয়।  নিষেধাজ্ঞা চাপানোর পরে জিও, পেটিএমের সঙ্গে কথা বলেছে পাবজি। পাবজির ভারতের পাবলিশিংয়ের দায়িত্ব ছিল একটি চিনা সংস্থার উপর। সেই চিনা সংস্থাকে সরিয়ে এবার ভারতীয় কোনও সংস্থার হাতে দায়িত্ব দিতে চায় তারা। নিষেধাজ্ঞার পর থেকে প্রবল লোকসানের মুখে পড়েছে বিখ্যাত এই গেমিং সংস্থা। মূলত ভারতের লোভনীয় বাজার কিছুতেই হাতছাড়া করতে রাজি নয় দক্ষিণ কোরিয়ার সংস্থা পাবজি কর্পোরেশন। 

গেমটি নিষেধাজ্ঞা হওয়ার পরে বিপাকে পড়েছেন ভারতের অনলাইন পেশাদার গেমাররা। ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেম ভারতে সফল ভাবে চললেও, পাবজির মতো এখনও জনপ্রিয় হয়ে উঠতে পারেনি।  সব দিক খতিয়ে দেখে নতুন অংশীদার খুঁজে ফের ভারতের বাজার দখ করতে মুখিয়ে রয়েছে পাবজি। নির্মাতাদের আশা চিনের সঙ্গে যোগাযোগ ছিন্ন হলে, কেন্দ্রীয় সরকার হয়তো নিষেধাজ্ঞা হয়তো তুলে দিতে পারে। এখন দেখার কেন্দ্র ভবিষ্যতে তেমন কোনও পদক্ষেপ নেয় কিনা।

Advertisement