scorecardresearch
 

Realme 11 5G: ডুয়াল ক্যামেরা সহ দু'টি 5G স্মার্টফোন আনল রিয়েলমি, দাম শুরু ১৫ হাজার থেকে

ভারতে Realme 11 5G-র দাম (8GB RAM এবং 128GB স্টোরেজ) জন্য ১৮,৯৯৯ টাকা থেকে শুরু। একই RAM কনফিগারেশন ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং Realme-তে ২৯ অগাস্ট সেল শুরু হয়েছে। আর তাতে Realme 1,500 টাকা ছাড় দিচ্ছে। ২৩ অগাস্ট থেকেই প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। কালো এবং সোনালি রঙে পাবেন।

Advertisement
রিয়েলমি ১১ এক্স রিয়েলমি ১১ এক্স
হাইলাইটস
  • Realme ভারতে ২০,০০০ টাকার নিচে দু-দু'টি 5G স্মার্টফোন এনেছে।

Realme ভারতে ২০,০০০ টাকার নিচে দু-দু'টি 5G স্মার্টফোন এনেছে। Realme 11 5G এবং Realme 11X 5G।  Realme 11 মূলত তরুণ ক্রেতাদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এমন কেউ যাঁরা মোটামুটি বাজেটের মধ্যেই একটু ভাল ক্যামেরা চান।  Realme 11X আরও একটু বেশি বাজেট যাঁদের, তাঁদের জন্য।

Realme 11, Realme 11X 5G-র দাম
ভারতে Realme 11 5G-র দাম (8GB RAM এবং 128GB স্টোরেজ) জন্য ১৮,৯৯৯ টাকা থেকে শুরু। একই RAM কনফিগারেশন ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং Realme-তে ২৯ অগাস্ট সেল শুরু হয়েছে। আর তাতে Realme 1,500 টাকা ছাড় দিচ্ছে। ২৩ অগাস্ট থেকেই প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। কালো এবং সোনালি রঙে পাবেন।

অন্যদিকে Realme 11X-এ 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি ১৪,৯৯৯ টাকায় পেয়ে যাবেন। একই স্টোরেজ-সহ 8GB RAM ভেরিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এটি ফোনটিকে Redmi 12 5G-র সরাসরি প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে।

আরও পড়ুন

Realme 11X 5G-তেও আপাতত ১,০০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।  কালো এবং বেগুনি রঙের অপশন পাবেন৷

Realme 11 5G এবং Realme 11X-কে অনেকটা Realme 11 Pro সিরিজের কিছুটা কম বাজেটের ভেরিয়েন্ট বলতে পারেন। ক্যামেরায় টুইক সহ বাকি সবকিছুই প্রায় একই রকম দেখতে।

Realme 11-এ 120Hz রিফ্রেশ রেট, 5000mAh ব্যাটারি এবং একটি MediaTek ডাইমেনসিটি 6100+ 5G চিপ সহ 6.72-ইঞ্চি ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। ব্যাটারি 67W চার্জিং সাপোর্ট করে। 2-মেগাপিক্সেল সেন্সরের পাশাপাশি পিছনে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাবেন। এছাড়াও একটি 16-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডুয়াল 5G সিম কার্ড স্লট, Wi-Fi 5, ব্লুটুথ 5.2 এবং NFC পাবেন।

64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং পিছনে একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।  MediaTek SoC এবং একটি 5,000mAh ব্যাটারি পাবেন। তবে এক্ষেত্রে চার্জিং স্পিড কমিয়ে 33W করা হয়েছে। অন্যান্য মূল ফিচার্সের মধ্যে রয়েছে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং একটি 120Hz ডিসপ্লে।

Advertisement

নতুন স্মার্টফোন ছাড়াও, Realme দু'টি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডও লঞ্চ করেছে - Realme Buds Air 5 এবং Realme Buds Air 5 Pro। প্রো ভেরিয়েন্টে ডুয়াল ড্রাইভার এবং ANC সাপোর্ট রয়েছে। দাম ৪,৯৯৯ টাকা।

Advertisement