scorecardresearch
 

চাঁদে ট্রেন চলবে, রেলস্টেশন তৈরির তোড়জোড় NASA-র

চাঁদে ছুটবে রেলগাড়ি। চালাবে রোবট। কল্প বিজ্ঞানের গল্প মনে হলেও এমনটাই পরিকল্পনা করেছে নাসা। চাঁদে আস্ত রেলস্টেশন তৈরি করা হবে বলে জানিয়েছে ওই গবেষণা সংস্থা। চাঁদের মাটিতে নির্ভরযোগ্য, স্থায়ী পরিবহণের জন্য চাঁদের এই প্রথম রেলওয়ে স্টেশন তৈরি হবে। তবে, ওই ট্রেন সাধারণ ট্রেনের মতো হয়।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • চাঁদে ছুটবে রেলগাড়ি।
  • চালাবে রোবট।

চাঁদে ছুটবে রেলগাড়ি। চালাবে রোবট। কল্প বিজ্ঞানের গল্প মনে হলেও এমনটাই পরিকল্পনা করেছে নাসা। চাঁদে আস্ত রেলস্টেশন তৈরি করা হবে বলে জানিয়েছে ওই গবেষণা সংস্থা। চাঁদের মাটিতে নির্ভরযোগ্য, স্থায়ী পরিবহণের জন্য চাঁদের এই প্রথম রেলওয়ে স্টেশন তৈরি হবে। তবে, ওই ট্রেন সাধারণ ট্রেনের মতো হয়।

ট্রেন চলবে 'ফ্লেক্সিবল লেভিটেশন অন এ ট্র্যাক' নামে প্রযুক্তির মাধ্যমে। চৌম্বকীয় লেভিটেশন ব্যবহার করা হবে। যা শক্তিবিহীন চৌম্বকীয় রোবট। গ্রাফাইট স্তরের উপর দিয়ে লেভিটেট করে এবং ডায়ম্যাগনেটিক লেভিটেশনের মাধ্যমে রেল লাইনের ওপর ভাসবে রেলগাড়ি। 

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) ইথান শ্যালারের নেতৃত্বে এই প্রকল্পটি হবে। শ্যালারের মতে, ফ্লোট ট্র্যাকগুলি চন্দ্রপৃষ্ঠে একটি কার্পেটের মতো রোল আউট হবে। প্রাথমিকভাবে ৩০ কেজির বেশি ওজনের কার্গো প্রতি ঘণ্টায় প্রায় ২ কিলোমিটার বেগে ঘোরার জন্য। স্কেল করা হলে, একই রোবট একদিনে কয়েক কিলোমিটারের বেশি এক লাখ কেজির বেশি পণ্য পরিবহন করতে সক্ষম হবে। ভাঙা শিলা এবং মাটি, জল প্রক্রিয়াকরণের জন্য তরল অক্সিজেন, এবং তরল হাইড্রোজেন এবং চন্দ্র ঘাঁটি থেকে ল্যান্ডিং অঞ্চলে পেলোডগুলি সরানোর কাজ হবে।

আরও পড়ুন

 

TAGS:
Advertisement