ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিও(Jio), ভারতী এয়ারটেল(Airtel) এবং ভোডাফোন আইডিয়া(Vi) সবচেয়ে জনপ্রিয়। তবে সময়ের সঙ্গে জিও ও এয়ারটেলের তুলনায় ভোডাফোন আইডিয়া বা Vi কিছুটা পিছিয়ে গিয়েছে। অন্যদের তুলনায় Vi-এর বাজার দখল অনেকটাই কমে গিয়েছে। সংস্থার ব্যবসা বেশ চাপে।
তাই এই বাজারে গ্রাহক ধরে রাখতে মরিয়া Vi। আর সেই কারণেই একের পর এক আকর্ষণীয় অফার আনছে তারা। সেই তালিকায় নবতম সংযোজন Vi Smartphone Program । এই অফারে ২,৪০০ টাকা পর্যন্ত রিচার্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। নতুন স্মার্টফোনে সিম ভরলেই এই রিচার্জ ছাড়ের সুবিধা পাবেন। অর্থাত্ এখন থেকে আগামী ২ বছরের জন্য রিচার্জের উপর ১০০ টাকা করে ছাড় পেতে থাকবেন। এভাবে ২৪ মাসে মোট ২,৪০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে বলে জানিয়েছে সংস্থা।
কীভাবে ২,৪০০ টাকার ছাড় পাবেন?
ডিসকাউন্ট পেতে ব্যবহারকারীকে অবশ্যই Vi গ্রাহক হতে হবে। সেই সঙ্গে একটি নতুন 4G/5G ডিভাইসে আপগ্রেড করতে হবে।
এছাড়াও, .যাঁরা Vi SIM কিনবেন, এই অফারটি তাঁদের জন্যও প্রযোজ্য হবে। নতুন 4G/5G স্মার্টফোনে সেটি ব্যবহার করতে হবে৷
VI যদিও স্পষ্ট জানিয়েছে, 'এই 4G/5G স্মার্টফোনে যেন গত ৬ মাসের মধ্যে Vi-এর সংযোগ ব্যবহার না করা হয়।'
একবার এলিজেবল হয়ে গেলে, ২৪ ঘণ্টার মধ্যেই কীভাবে ডিসকাউন্ট কুপন পাবেন, তার নির্দেশসহ একটি এসএমএস আসবে৷
রিচার্জ কুপন পাওয়ার জন্য গ্রাহকদের তাদের ডিভাইস আপগ্রেড করার ৩০ দিনের মধ্যে একটি Hero Unlimited প্যাক (২৯৯ টাকার বেশি দামের) রিচার্জ করতে হবে।
এটি করার পর স্মার্টফোনে Vi অ্যাপে যেতে হবে। সেখানে আপনার কুপন অ্যাড করা হয়েছে কিনা তা দেখে নিন। এরপর আগামী ২৪ মাসে প্রত্যেক vi Hero Unlimited রিচার্জের ক্ষেত্রে ১০০ টাকা করে ছাড় পাবেন। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই অফার প্রযোজ্য।