scorecardresearch
 

পর্নোগ্রাফিও আপলোড করা যাবে X হ্যান্ডেলে (ট্যুইটার), অনুমতি দিয়ে দিলেন এলন মাস্ক

এবার থেকে এক্স(টুইটার)-এ অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করা যাবে। বিতর্কিত সিদ্ধান্ত নিল ইলন মাস্কের সংস্থা। ইলন মাস্ক নিজে এর আগে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে নগ্নতা অ্যালাও করার অভিযোগ তুলেছিলেন। কিন্তু এবার নিজের প্ল্যাটফর্মের ক্ষেত্রে উল্টোটাই করলেন। প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট পোস্ট করা অ্যালাও করে দিল এক্স।

Advertisement
X-এর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক X-এর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক
হাইলাইটস
  • এবার থেকে এক্স(টুইটার)-এ অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করা যাবে।
  • বিতর্কিত সিদ্ধান্ত নিল ইলন মাস্কের সংস্থা।
  • প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট পোস্ট করা অ্যালাও করে দিল এক্স।

এবার থেকে এক্স(টুইটার)-এ অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করা যাবে। বিতর্কিত সিদ্ধান্ত নিল ইলন মাস্কের সংস্থা। ইলন মাস্ক নিজে এর আগে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে নগ্নতা অ্যালাও করার অভিযোগ তুলেছিলেন। কিন্তু এবার নিজের প্ল্যাটফর্মের ক্ষেত্রে উল্টোটাই করলেন। প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট পোস্ট করা অ্যালাও করে দিল এক্স।

কে এই কন্টেন্ট দেখতে পাবে, আর কে পাবে না, সে বিষয়েও নির্দেশিকা রয়েছে।

ভারতে এক্স ব্যান হয়ে যাবে?

এসবের মধ্যেই প্রশ্ন উঠছে, এবার কি তবে ভারতে X ব্যান হয়ে যাবে? কারণ ভারতে পর্ন ওয়েবসাইট নিষিদ্ধ। যদি এক্স-এ পর্ন কনটেন্ট পোস্ট হতে থাকে, তবে সেটাও নিষিদ্ধ হতে পারে। 

গত সপ্তাহে শনিবার, এক্স-এ নগ্নতা সম্পর্কিত একটি হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল। সেই হ্যাশট্যাগটি ক্লিক করলে কোনও পোস্ট নয়, বরং একটি অ্যাকাউন্ট খুলছিল। সেই অ্যাকাউন্টটিই বেশ কয়েক ঘণ্টা ধরে ভারতে টপ ট্রেন্ডিংয়ে ছিল।

আরও পড়ুন

এক্স

এক্স এর নতুন নীতি কি?

ইতিমধ্যেই X-এ এমন অনেক অ্যাকাউন্ট রয়েছে যেখানে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট আপলোড করা হয়। এই ধরনের অ্যাকাউন্টগুলিকে বলা হয় NSFW। অর্থাৎনিরাপদ নয়৷ 

এই বিষয়ে এক্স-এর কী দাবি? তারা বলছে, 'আমাদের বিশ্বাস, ব্যবহারকারীরা যৌনধর্মী কনটেন্ট তৈরি, শেয়ার করতেই পারে, তবে সেটা সম্মতিক্রমে তৈরি এবং শেয়ার করতে হবে। যৌনতাকে কোনও সিন বা লেখার শৈল্পিক অভিব্যক্তি হিসাবেও প্রকাশ করা যেতে পারে।'

সীমাহীন?

অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা যদিও এক্স-এ এমন কনটেন্ট দেখতে পারবে না। সেই অ্যাকসেস দেবে না এক্স। যারা নিয়মিত প্রাপ্তবয়স্ক কনটেন্ট পোস্ট করেন, তাঁদের নিজেদের পোস্টকেই সেনসিটিভ অপশনে ক্লিক করে তবেই আপলোড করতে হবে। সেটা না করলে তখন অ্যাকশন নিতে পারে এক্স।

ভারতে এক্স নিষিদ্ধ হবে?

ভারতে পর্ন সাইট নিষিদ্ধ। এক্স-এ যদি পর্ন আপলোড করা হয়, সেক্ষেত্রে এক্স-ও কি ব্যান করে দেওয়া হবে? এই বিষয়ে পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। এক্স নগ্নতা ও যৌন কন্টেন্টে সায় দিলেও, এখনও এটিকে পর্ন সাইট ক্যাটাগরিতে ফেলা যায় না। তবে ভবিষ্যতে কী হবে, সেটাই দেখার। 

ভারতে তাবড় রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি সংস্থা, সেলেব্রিটি, সংবাদমাধ্যমের মূল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। ফলে সামগ্রিকভাবে পরিস্থিতি যে বেশ চিন্তার, তা বলাই যায়। 
 

Advertisement

Advertisement