scorecardresearch
 
Advertisement

New Solar-Electric Car: রোদে রাখলেই চার্জ নেবে এই গাড়ি, এক চার্জে চলবে টানা সাত মাস

New Solar-Electric Car: রোদে রাখলেই চার্জ নেবে এই গাড়ি, এক চার্জে চলবে টানা সাত মাস

পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামের কারণে ভারতীয় বাজারেও ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়েছে। তবে এি গাড়ির একটা বড় সমস্যা হল চার্জিং পয়েন্ট। চার্জিং পয়েন্ট না থাকায় ইলেকট্রিক গাড়ি কিনতে অনেকেই দ্বিধা বোধ করছেন। আবার সমস্যা হল, চার্জিং পয়েন্ট থাকলেও চলবে না, কয়েক ঘন্টা সময় লাগে এই গাড়ির পূর্ণ চার্জ হতে। তাহলে উপায় কী? সমস্যা সমাধানে এগিয়ে এসেছে একটি নতুন গাড়ি কোম্পানি। নাম লাইটইয়ার জিরো। একবার চার্জ দিলে সাত মাস পর্যন্ত চার্জ দিতে হবে না বলে দাবি করছেন কোম্পানি। সোলার চার্জিং সিষ্টেমে এটি চলবে।

A New Solar-Electric Car will be Coming to Indian Market Soon

Advertisement