scorecardresearch
 
Advertisement

Aditya L 1 Update: লক্ষ্যের খুব কাছে আদিত্য L 1, সূর্যের কাছে পৌঁছনোর দিনক্ষণ জানাল ISRO

Aditya L 1 Update: লক্ষ্যের খুব কাছে আদিত্য L 1, সূর্যের কাছে পৌঁছনোর দিনক্ষণ জানাল ISRO

লক্ষ্যের খুব কাছে পৌঁছে গেল আদিত্য এল1। ল্যাগ্রাঞ্জিয়ান-1 পয়েন্টে প্রবেশের দিন একেবারে চূড়ান্ত হয়ে গেল। কবে লক্ষ্যে পৌঁছবে সেই নিয়েই জানাবো আপনাদের। আদিত্য এল1 এর জন্য বড় সাফল্যের আশায় বুক বাঁধতে শুরু করল ইসরো। ইসরো সদ্য জানিয়েছে যে, আদিত্য এল ওয়ানের স্পেসক্রাফ্ট তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হাতের মুঠোয় চাঁদ পেয়েছে ইসরো ৷ সফল ভাবে চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান-3৷ এবার লক্ষ্য সূর্য ৷ মিশন আদিত্য এল1 সফল হবে বলেই আশায় বুক বেঁধেছেন বিজ্ঞানীরা ৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, আদিত্য এল ওয়ানের স্পেসক্রাফ্ট তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Aditya L 1 Latest Update

Advertisement