সফল হল ভারতের প্রথম সৌর-অভিযান। শনিবার বিকেলে সফল ভাবে আদিত্য-এল১কে নির্দিষ্ট কক্ষপথে বসিয়ে দিয়েছে ইসরো। আগামী পাঁচ বছর সেখানেই থাকবে সৌরযানটি এবং সংগ্রহ করবে নানা তথ্য। সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে সৌরযান আদিত্য-এল১। ISRO চেয়ারম্যান এস সোমানাথ বলেছেন, এটি আমাদের জন্য খুবই সন্তোষজনক।