scorecardresearch
 
Advertisement

Aadhaar Biometric Fraud: কোন কেমিক্যাল ব্যবহারে আধারের বায়োমেট্রিক নকল?পাণ্ডারা ধরা পড়তেই পর্দা ফাঁস

Aadhaar Biometric Fraud: কোন কেমিক্যাল ব্যবহারে আধারের বায়োমেট্রিক নকল?পাণ্ডারা ধরা পড়তেই পর্দা ফাঁস

আধার কার্ডের বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট হাতিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে সাফ হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। সাইবার ক্রাম বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রাখার। কখনও বা জমি রেজিস্ট্রেশন অফিসে আঙুলের ছাপ দেওয়ার সময় অথবা কখনও আবার আধার কার্ড দিয়ে টাকা তোলার ব্যবস্থা AEPS ব্যবহার করে এই জালিয়াতি হচ্ছে বলে খবর। আঙুলের ছাপ তোলার ক্ষেত্রে অবশ্য নানারকম পদ্ধতি অবলম্বন করে থাকে প্রতারকরা। জানা যাচ্ছে আঙুলের ছাপ সংগ্রহ করার সবথেকে সাধারণ পদ্ধতি হল কালো দানাদার, অ্যালুমিনিয়াম ফ্লেক, কালো চৌম্বকের গুঁড়ো পাউডার দিয়ে মসৃণ বা ছিদ্রহীন ওই আঙুলের ছাপ নেওয়ার জায়গাটিতে মাখিয়ে ফেলা।

Chemicals used in Aadhaar Biometric Fraud

Advertisement