scorecardresearch
 
Advertisement

PVC Aadhar Card: রেশন দুর্নীতির সঙ্গে আধার প্রতারণা জড়িত, আপনার PVC কার্ড কতটা সেফ?

PVC Aadhar Card: রেশন দুর্নীতির সঙ্গে আধার প্রতারণা জড়িত, আপনার PVC কার্ড কতটা সেফ?

আধার কার্ড। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ভারতীয় নাগরিকদের এই ১২ সংখ্যার ইউনিক নাম্বার দিয়ে থাকে। যদিও সাধারণ আধার কার্ড অর্থাৎ আধার লেটার ছাড়াও, আধার PVC কার্ড, eAadhaar এবং mAadhaar-রয়েছে। সবগুলির কার্যকরিতা একই। কিন্তু বিভিন্ন দিক দিয়ে অর্থাৎ ইদানিং যেভাবে প্রতারণার ঘটনা ঘটছে তাতে আধার নম্বর পেয়ে গেলে এবং তার বায়োমেট্রিক তথ্য যদি হাতিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু নিমেষে আপনার অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। এনিয়ে রীতিমতো প্রচারও চালানো হচ্ছে।

Is PVC Aadhar Card is safer?

Advertisement