ভালো ভালো সব রেসিপি শেখা হোক, গান শোনা হোক বা ঘর সাজানোর টুকিটাকি- সব কিছুতেই আমাদের এখন ভরসা হল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব। যাকে বলে সব চাহিদার একটাই সলিউশন। এখন কথা হল যদি কারও প্যারাগ্লাইডার বানাতে ইচ্ছা করে, তবে সেক্ষেত্রে কি ইউটিউব ভরসা হতে পারে। উত্তরটা এখন কনফিডেন্সের সঙ্গে বলা যেতে পারে হ্যাঁ। কারণ ইউটিউব দেখে বাইকের ইঞ্জিন দিয়ে 6 বছরের চেষ্টায় বাড়িতেই বানিয়ে ফেললেন প্যারাগ্রাইডার বছর 24-র পার্থ মাণ্ডল। ভাবতে পারছেন। সবটাই যেন গল্পের মতো। মধ্যবিত্তের আকাশছোঁয়ার গল্প। পার্থর বাড়ি নদিয়ার ধানতলা থানার দোলুয়াবাড়ি এলাকায়। পেশায় তিনি রাজমিস্ত্র। ছোটবেলা থেকেই শখ ছিল নিজে হাতে এমন কিছু বানিয়ে আকাশে ঘুরে বেড়াবেন। দীর্ঘ 6 বছরের চেষ্টায় এমনই যন্ত্র আবিষ্কার করে ফেললেন তিনি। যেটা আকাশেও চলবে আবার মাটিতেও চলবে। এক কথায় যাকে বলা হয় প্যারাগ্লাইডার। এবার বলি এই যন্ত্রের ওজন কত। ওজন তার 80 কিলো। 224 CC-র বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি। নিজের হাতে তৈরি করা প্যারাগ্লাইডার নিয়ে পার্থ আকাশেও চক্কর কেটেছেন। এই আশ্চর্য আবিষ্কার দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।
Nadia Wonder Boy invented Paraglider by using bike engine