scorecardresearch
 
Advertisement

Password Hacking By AI: সাবধান! AI আপনার পাসওয়ার্ড চুরি করতে পারে

Password Hacking By AI: সাবধান! AI আপনার পাসওয়ার্ড চুরি করতে পারে

টাইপিংয়ের আওয়াজ শুনেও 95% নির্ভুলতায় পাসওয়ার্ড চুরি করতে পারে AI। গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে। কীভাবে জানালে সত্যি সত্যি চমকে যাবেন। সম্প্রতি কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গিয়েছে, এআই অ্যাপ পাসওয়ার্ড জেনে নিতে পারে বিশেষ উপায়ে। কী সেই বিশেষ উপায় জানলে শিউরে উঠতে পারেন। স্মার্টফোনের কিবোর্ডে আপনার টাইপিং তথা কিস্ট্রোকের শব্দ শুনেও পাসওয়ার্ড চুরি করতে পারে প্রতারকরা। গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ঠিক এই ভাবেই মানুষের পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার ফন্দি এঁটেছে সাইবার জালিয়াতরা।

Password Hacking By AI

Advertisement