scorecardresearch
 
Advertisement

Digital Arrest: 'আপনার নামে পার্সেল আছে,' ফাঁদে পা দিলেই সব শেষ, ডিজিটাল অ্যারেস্ট কী? EXPLAINED

Digital Arrest: 'আপনার নামে পার্সেল আছে,' ফাঁদে পা দিলেই সব শেষ, ডিজিটাল অ্যারেস্ট কী? EXPLAINED

‘ডিজিটাল অ্যারেস্ট’। অর্থাত্‍ ডিজিটাল গ্রেফতার। নামে গ্রেফতার শব্দটি থাকলেও গ্রেফতারির সঙ্গে দূরদূরান্তেও কোনও সম্পর্ক নেই এই গ্রেফতারির। এটি আসলে সাইবার প্রতারণার একটি ফাঁদ। অনলাইনে জালিয়াতি চক্রের পাণ্ডাদের হাতে নতুন অস্ত্র হয়ে উঠেছে এটি। আপনার কাছে একটি ফোন যাবে অথবা ই-মেল। তারপরেই একটি ফোন। সিবিআই, পুলিশ, ইডি বা আয়কর বিভাগের অফিসার পরিচয় দিয়ে বলা হবে আপনাকের ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে। তারপর ভিডিও কল-এ যোগ দিলেই ব্যস, আপনি ফেঁসে গেলেন। স্রেফ লোকলজ্জার ভয়েই হাজার হাজার কোটি টাকা খুইয়ে ফেলেছেন ভারতের কয়েক হাজার মানুষ। কী এই ডিজিটাল অ্যারেস্ট, রইল সম্পূর্ণ ব্যাখ্যা।

Advertisement