পুজোর মুখে ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। বিগত এক বছর ধরে ক্রমেই বেড়ে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম। এবার এক ধাক্কায় দাম বাড়ল ১৫ টাকা।
বিনা ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি সিলিন্ডারে ১৫ টাকা বাড়ানো হয়েছে, যার কারণে দিল্লিতে এর দাম বেড়েছে ৮৯৯ টাকা। দিল্লিতে ৫ কেজি সিলিন্ডার এখন ৫০২ টাকায় পাওয়া যাচ্ছে।
অক্টোবর মাসের শুরুতে ৪৩ টাকা বেড়েছে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। সেপ্টেম্বরের পয়লা তারিখ থেকে ফের ২৫ টাকা বাড়ে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম। ওদিকে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দামও ১ সেপ্টেম্বর থেকে ২৫ টাকা বেড়েছিল।
তবে ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট অনুযায়ী, কলকাতায় বুধবার রান্নার এলপিজি সিলিন্ডারের দাম ৯১১ টাকাই রয়েছে।
চলতি বছরের শুরুতে কলকাতায় এলপিজি গ্যাসের দাম ছিল ৭২০ টাকা। সেখান থেকে বেড়ে এখন গ্যাসের দাম হয়েছে ৭২০ টাকা।
এখন দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৭৩৬.৫ টাকা। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮০৫.৫ টাকা।
পেট্রোল ডিজেলের সঙ্গে চলতি বছরে রান্নার গ্যাসের দামও উর্ধ্বমুখী। ফলে ক্রমশ নাভিঃশ্বাস বাড়ছে সাধারণ মানুষের।