scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

নিঃস্ব হতে পারেন! EPFO-র নামে ফেক SMS-ফেক ফোনের রমরমা বাড়ছে, রইল হেল্পলাইন নম্বর

সতর্ক করল ইপিএফও
  • 1/10

EPFO Alert: প্রভিডেন্ট ফান্ড নিয়ে সব গ্রাহককে অ্যালার্ট করল EPFO। 
 

আগাম সতর্ক করল EPFO
  • 2/10

বিশেষ করে উত্‍সবের মরশুমে যাতে কোনও গ্রাহকের বড় অঙ্কের ক্ষতি না হয়, তার জন্য আগাম সতর্ক করল EPFO।
 

ব্যক্তিগত তথ্য ফোনে শেয়ার না করেন
  • 3/10

সোশ্যাল মিডিয়াতেও সব গ্রাহককে সতর্ক করা হয়েছে, যাতে কোনও গ্রাহক ব্যক্তিগত তথ্য ফোনে শেয়ার না করেন। 

Advertisement
গ্রাহকদের অ্যালার্ট করল EPFO
  • 4/10

EPFO তাদের X হ্যান্ডেলে সতর্ক করেছে, EPFO-র নাম করে অনেক ফোন আসছে। নানা এসএমএস-ও আসছে। 

গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে
  • 5/10

সেখানে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। কেউ যাতে নিজেদের ব্যক্তিগত তথ্য না শেয়ার করেন। কারণ ইপিএফও এই ধরনের ফোন বা এসএমএস করে না। 

গ্রাহকদের অ্যালার্ট করল EPFO
  • 6/10

EPFO জানাচ্ছে, যে সব ফেক ফোন কল বা এসএমএস আসছে, তাতে মূলত UAN, PAN, আধার ও ওটিপি চাওয়া হচ্ছে। 
 

ইপিএফও অ্যালার্ট
  • 7/10

এই কোনও তথ্যই ইপিএফও কোনও সদস্যের কাছে চায় না। 

Advertisement
দ্রুত অভিযোগ জানানোর আর্জি
  • 8/10

ইপিএফও জানাচ্ছে, যদি কোনও গ্রাহক এই ধরনের ফোন বা এসএমএস পান, তাহলে অবিলম্বে EPFO হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান। 

হেল্পলাইন নম্বরটি হল ১৪৪৭০
  • 9/10

এই হেল্পলাইন নম্বরটি হল ১৪৪৭০। এই হেল্পলাইন সকাল ৭টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। 
 

ইপিএফও হেল্পলাইন নম্বর
  • 10/10

বাংলা, হিন্দি, গুজরাতি, মারাঠি, কন্নড়, তামিল, তেলুগু ভাষায় অভিযোগ জানাতে পারেন এই হেল্পলাইন নম্বরে।

Advertisement