scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Ration Card: ব্লক করা হয়েছে বাংলার প্রায় ১.৫ কোটি রেশন কার্ড; এই তালিকায় আপনারটা নেই তো?

Ration Card: ব্লক করা হয়েছে বাংলার প্রায় ১.৫ কোটি রেশন কার্ড; আপনারটা চালু আছে?
  • 1/8

এক বছরের মধ্যে বাংলার রেশন গ্রাহকের সংখ্যা অনেকটাই কমেছে। কারণ, এই এক বছরে ব্লক করা হয়েছে প্রায় দেড় কোটি রেশন কার্ড। এমনটাই জানাচ্ছে রাজ্যের খাদ্য দফতরের পরিসংখ্যানে।

Ration Card: ব্লক করা হয়েছে বাংলার প্রায় ১.৫ কোটি রেশন কার্ড; আপনারটা চালু আছে?
  • 2/8

রাজ্য খাদ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই, ২০২১ সালে বাংলায় মোট রেশন গ্রাহকের সংখ্যা ছিল প্রায় ১০ কোটি ৪৫ লক্ষ। অগাস্ট, ২০২২-এ তা কমে হয়েছে ৯ কোটি ১৩ লক্ষ। 

Ration Card: ব্লক করা হয়েছে বাংলার প্রায় ১.৫ কোটি রেশন কার্ড; আপনারটা চালু আছে?
  • 3/8

অর্থাৎ, জুলাই, ২০২১ থেকে অগাস্ট, ২০২২ পর্যন্ত এই সময়ের মধ্যে রাজ্যের রেশন গ্রাহকের সংখ্যা কমেছে ১ কোটি ৩২ লক্ষ। জানা গিয়েছে, মূলত রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকের সংখ্যাই বেশি কমেছে।

Advertisement
Ration Card: ব্লক করা হয়েছে বাংলার প্রায় ১.৫ কোটি রেশন কার্ড; আপনারটা চালু আছে?
  • 4/8

জুলাই, ২০২১-এ রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকের সংখ্যা ছিল প্রায় সোয়া ৪ কোটি। ১৩ অগাস্ট, ২০২২ পর্যন্ত পাওয়া খাদ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকের সংখ্যা এখন কমে সোটা ৩ কোটিতে (৩.১৬ কোটি) নেমে এসেছে।

Ration Card: ব্লক করা হয়েছে বাংলার প্রায় ১.৫ কোটি রেশন কার্ড; আপনারটা চালু আছে?
  • 5/8

কীভাবে এক বছরের মধ্যে বাংলার রেশন গ্রাহকের সংখ্যা প্রায় ১.৫ কোটি কমে গেল? রাজ্য খাদ্য দফতর সূত্রে খবর, রেশন কার্ড ও খাদ্য বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে যে পদক্ষেপগুলি নেওয়া হয়, তার জেরেই কমেছে গ্রাহকের সংখ্যা।

Ration Card: ব্লক করা হয়েছে বাংলার প্রায় ১.৫ কোটি রেশন কার্ড; আপনারটা চালু আছে?
  • 6/8

এই এক বছরের মধ্যে রাজ্যজুড়ে খাদ্য দফতরের অভিযানে মৃত, ভুয়ো, অবৈধ বা অস্তিত্বহীন গ্রাহকদের রেশন কার্ডগুলি নিস্ক্রিয় করা হয়েছে। তালিকা থেকে প্রায় ১ কোটি ৩২ লক্ষ রেশন কার্ড ব্লক করা হওয়ায় ভর্তুকি খাতে বেড়েছে রাজ্যের সাশ্রয়ের পরিমাণ।

Ration Card: ব্লক করা হয়েছে বাংলার প্রায় ১.৫ কোটি রেশন কার্ড; আপনারটা চালু আছে?
  • 7/8

তবে খাদ্য দফতর সূত্রে বলা হচ্ছে, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কড়া পদক্ষেপ নিলেও এখনই কোনও গ্রাহকের রেশন কার্ড পুরোপুরি ব্লক করা করা হবে না। সেগুলিকে আপাতত ব্লক করা হচ্ছে।

Advertisement
Ration Card: ব্লক করা হয়েছে বাংলার প্রায় ১.৫ কোটি রেশন কার্ড; আপনারটা চালু আছে?
  • 8/8

কার্ডগুলির ই-কেওয়াইসি-র পর গ্রাহকের অস্তিত্ব প্রমাণ মিললেই কার্ডগুলি ফের সক্রিয় করে দেওয়া হবে। তবে তার আগে ই-কেওয়াইসি ছাড়া গ্রাহকদের খাদ্য সামগ্রি দিলে রেশন ডিলারদেরও শাস্তির মুখে পড়তে হবে।

Advertisement