scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Postal Life Insurance Scheme: পোস্ট অফিসের এই প্রকল্পে নিয়মিত ৯৫ টাকা জমিয়ে পান ২০ লাখ টাকা রিটার্ন!‌

Postal Life Insurance Scheme: পোস্ট অফিসে নিয়মিত ৯৫ টাকা জমিয়ে পান ২০ লাখ টাকা রিটার্ন!‌
  • 1/8

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে চলা অতিমারীরর জেরে বেসামাল দেশের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। কাজ হারিয়ে, সঞ্চয় হারিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন অনেকেই। এই পরিস্থিতিতে পুঁজি বাড়াতে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি সাধারণ মানুষের অন্যতম ভরসার আধারে পরিনত হয়েছে।

Postal Life Insurance Scheme: পোস্ট অফিসে নিয়মিত ৯৫ টাকা জমিয়ে পান ২০ লাখ টাকা রিটার্ন!‌
  • 2/8

কেন্দ্রীয় সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি থেকে এখনও যথেষ্ট ভাল রিটার্ন পাওয়া যায়। পাশাপাশি টাকা মার যাওয়ার তেমন কোনও আশঙ্কা নেই! Post Office-এর মাধ্যমেও এমনই বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্প বিনিয়োগের সুযোগ রয়েছে।

Postal Life Insurance Scheme: পোস্ট অফিসে নিয়মিত ৯৫ টাকা জমিয়ে পান ২০ লাখ টাকা রিটার্ন!‌
  • 3/8

পোস্ট অফিসে এমই একটি প্রকল্প রয়েছে যার মাধ্যমে ১৪ লক্ষ টাকার সঞ্চয় খুব সহজেই গড়তে পারবেন। এর জন্য প্রতিদিন আপনাকে মাত্র ৯৫ টাকা করে জমা করতে হবে। পোস্ট অফিস গ্রাম সুমঙ্গল গ্রামীণ পোস্টাল লাইফ ইনস্যুরেন্স (Gram Sumangal Rural Postal Life Insurance) প্রকল্পের আওতায় এই সুবিধা পাবেন।

Advertisement
Postal Life Insurance Scheme: পোস্ট অফিসে নিয়মিত ৯৫ টাকা জমিয়ে পান ২০ লাখ টাকা রিটার্ন!‌
  • 4/8

এই প্রকল্প ১৫ থেকে ২০ বছরের জন্য। ন্যূনতম বয়স হতে হবে ১৯ বছর। ১৫ বছরের প্রকল্পর জন্য সর্বাধিক বয়স ৪৫ বছর। ২০ বছরের প্রকল্পর জন্য সর্বাধিক বয়স ৪০ বছর।

Postal Life Insurance Scheme: পোস্ট অফিসে নিয়মিত ৯৫ টাকা জমিয়ে পান ২০ লাখ টাকা রিটার্ন!‌
  • 5/8

১৫ বছরের প্রকল্পর ক্ষেত্রে ৬ বছর, ৯ বছর ও ১২ বছরে ২০ শতাংশ এবং ম্যাচিউরিটির সময় অরিজিনাল বোনাসের সঙ্গে ৪০ শতাংশ দেওয়া হবে। পাশাপাশি, ২০ বছরের প্রকল্পর ক্ষেত্রে ৮ বছর, ১২ বছর ও ১৬ বছরে ২০ শতাংশ ও ম্যাচিউরিটিতে অরিজিনাল বোনাসের সঙ্গে ৪০ শতাংশ দেওয়া হবে।

Postal Life Insurance Scheme: পোস্ট অফিসে নিয়মিত ৯৫ টাকা জমিয়ে পান ২০ লাখ টাকা রিটার্ন!‌
  • 6/8

কী ভাবে মিলবে এই টাকা? কোনও ব্যক্তি যদি ৭ লক্ষ টাকার (সাম অ্যাসিউর্ডে) বিমা প্রকল্প ২০ বছরের জন্য কেনেন তাহলে তাঁকে বার্ষিক প্রিমিয়াম দিতে হবে ৩২,৭৩৫ টাকা৷ অর্থাৎ, ওই ব্যক্তিকে মাসে ২,৮৫৩ টাকা দিতে হবে।

Postal Life Insurance Scheme: পোস্ট অফিসে নিয়মিত ৯৫ টাকা জমিয়ে পান ২০ লাখ টাকা রিটার্ন!‌
  • 7/8

সেই হিসাবে ওই ব্যক্তিকে প্রতিদিন ৯৫ টাকা করে প্রিমিয়াম গুণতে হবে। এই প্রকল্প ২০ বছরের জন্য হয়৷ ৮ বছর, ১২ বছর ও ১৬ বছরে ২০ শতাংশ হারে ১৪ লক্ষ টাকা মানি ব্যাক পাওয়া যাবে৷ এরই পাশাপাশি এই প্রকল্পে প্রতি ১,০০০ টাকায় প্রতি বছরে ৪৮ টাকা বোনাস পাওয়া যায়৷

Advertisement
Postal Life Insurance Scheme: পোস্ট অফিসে নিয়মিত ৯৫ টাকা জমিয়ে পান ২০ লাখ টাকা রিটার্ন!‌
  • 8/8

৭ লক্ষ টাকার মূল বিনিয়োগে (সাম অ্যাসিউর্ডে) এক বছরে বোনাস হয় ৩৩,৬০০ টাকা৷ সেই হিসাবে ২০ বছরে এই টাকা ৬.৭২ লক্ষ টাকা হয়ে যাবে। এছাড়াও ২০তম বছরে বাকি ২ লক্ষ ৮০ হাজার টাকা পাবেন গ্রাহক৷ সমস্ত টাকা এক সঙ্গে যোগ করলে ২০ বছর পাওয়া যাবে ১৯.‌৭২ লক্ষ টাকা।

Advertisement