scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Tata Motors: দেশীয় প্রযুক্তি থেকে EV, দেশে এই ৫ গাড়ি প্রথম তৈরি করেছে টাটাই

টাটার ৫ গাড়ি
  • 1/7

আত্মনির্ভর ভারতের ভগীরথ হতে পারে টাটা মোটরস।  এমন পাঁচটি গাড়ি রয়েছে যেগুলি এদেশে প্রথম তৈরি করে টাটা গ্রুপের এই সংস্থা। 

টাটার ৫ গাড়ি
  • 2/7

১৯৯১ সালে আসে Tata Sierra 

১৯৪৫ সালে যাত্রা শুরু টাটা মোটরসের। সেই সময় রেলের লোকোমোটিভ ইঞ্জিন তৈরি করত সংস্থা। ১৯৫৪ সাল থেকে ট্রাক নির্মাণ করতে শুরু করে। ১৯৯১ সালে যাত্রিবাহী গাড়ির সেগমেন্টে চমক দেয় টাটা। বাজারে আসে Tata Sierra। 

টাটার ৫ গাড়ি
  • 3/7

Tata Sierra প্রথম স্বদেশি গাড়ি 

প্রথম স্বদেশি চার চাকা Tata Sierra।  সেই সঙ্গে দেশে তৈরি প্রথম লাইট ইউটিলিটি ভেহিকেল (LUV)। পরে এই গাড়িটি উন্নত করে Tata Sumo লঞ্চ করে কোম্পানি। এবার আসছে ইলেকট্রিক টাটা সিয়েরা। 

Advertisement
টাটার ৫ গাড়ি
  • 4/7

Tata Indica              
 
ভারতে গাড়ি তৈরির সূচনা করে মারুতি সুজুকি ইন্ডিয়া। কিন্তু ভারতীয় যন্ত্রাংশ দিয়ে প্রথম গাড়ি তৈরি করে টাটা। ১৯৯৮ সালে আসে টাটা ইন্ডিকা। 

টাটার ৫ গাড়ি
  • 5/7

Tata Safari  

১৯৯৮ সালে বাজারে আসে টাটা সাফারি। এটাই ভারতে তৈরি প্রথম স্বদেশি এসইউভি। গতবছর নতুন করে বাজারে লঞ্চ করে সংস্থা। অ্যাম্বাসাডর গাড়ির জায়গা দখল করে টাটা সাফারি। 

টাটার ৫ গাড়ি
  • 6/7

Nexon  

গাড়ির সুরক্ষায় নজর দেয় টাটা মোটরস। ২০১৮ সালে প্রথমবার বাজারে আসে নেক্সন। GNCAP সুরক্ষা রেটিংয়ে ভারতে তৈরি প্রথম গাড়ি হিসেবে ফাইভ স্টার রেটিং পায়। 

টাটার ৫ গাড়ি
  • 7/7

Tigor EV 

টাটা টিগর ইভি দেশের প্রথম ইলেকট্রিক গাড়ি যার  GNCAP সুরক্ষা রেটিংয়ে চারটি স্টার রয়েছে। পেট্রোল ও সিএনজি ভ্যারিয়েন্টও বিক্রি করে কোম্পানি।     
 

Advertisement