scorecardresearch
 

Train Canceled Divert Kolkata-North Bengal Assam: রবিবার উত্তরবঙ্গ-অসমগামী প্রচুর ট্রেন বাতিল-রুট বদল, রইল লিস্ট

Train Canceled Divert Kolkata-North Bengal Assam: ২ জুলাই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল দফতর। বেশ কিছু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কারণ বারিয়ারপুর এবং রতনপুর স্টেশনের মধ্যে আপ ও ডাউন উভয় লাইনে একসঙ্গে কাজ হবে বলে জানানো হয়েছে। ফলে যদি ওইদিন যদি উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার কিংবা অসম ও বিহারে যেতে চান তাহলে জেনে নিন, নাহলে আচমকা বিপদে পড়তে পারেন।

Advertisement
শনিবার উত্তরবঙ্গ-অসমগামী প্রচুর ট্রেন বাতিল-রুট বদল, রইল লিস্ট শনিবার উত্তরবঙ্গ-অসমগামী প্রচুর ট্রেন বাতিল-রুট বদল, রইল লিস্ট
হাইলাইটস
  • শনিবার উত্তরবঙ্গ-অসমগামী প্রচুর ট্রেন বাতিল
  • রুট বদল,সংক্ষিপ্তকরণ, রইল লিস্ট

Train Canceled Divert Kolkata-North Bengal Assam: মালদা ডিভিশনের ভাগলপুর- জামালপুর সেকশনে রেল লাইনের সংস্কারের কাজ হবে। সে কারণে আগামী ২ জুলাই, রবিবার একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল দফতর। বেশ কিছু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কারণ বারিয়ারপুর এবং রতনপুর স্টেশনের মধ্যে আপ ও ডাউন উভয় লাইনে একসঙ্গে কাজ হবে বলে জানানো হয়েছে। ফলে যদি ওইদিন যদি উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার কিংবা অসম ও বিহারে যেতে চান তাহলে জেনে নিন, নাহলে আচমকা বিপদে পড়তে পারেন।

কোন কোন বাতিল:

১. ১৫৫৫৪ জয়নগর – ভাগলপুর এক্সপ্রেস এবং ১৫৫৫৩ ভাগলপুর – জয়নগর এক্সপ্রেস।

আরও পড়ুন

২. ১৩৪১৯/১৩৪২০ ভাগলপুর – মুজাফফরপুর – ভাগলপুর এক্সপ্রেস ।

৩. ০৫৪০৮ জামালপুর – রামপুরহাট এক্সপ্রেস এবং ০৫৪০৭ রামপুরহাট – গয়া এক্সপ্রেস ।

৪. ০৫৪০৬ সাহেবগঞ্জ – রামপুরহাট এক্সপ্রেস ০৫৪০৪গয়া – রামপুরহাট এক্সপ্রেস এবং ০৫৪০৫ রামপুরহাট – সাহেবগঞ্জ প্যাসেঞ্জার।

৫. ০৩৪০৬/০৩৪০৫ জামালপুর – ভাগলপুর – জামালপুর ডেমু স্পেশাল।

৬. ০৫৪১৫/০৫৪১৬ সাহেবগঞ্জ – জামালপুর – সাহেবগঞ্জ প্যাসেঞ্জার।

৭. ০৫৪১২/০৫৪১১ সাহেবগঞ্জ – বারহারওয়া – সাহেবগঞ্জ যাত্রী।

৮.০৩৪৩৩/০৩৪৩৪ জামালপুর – কিউল – জামালপুর মেমু স্পেশাল।

কোন কোন ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে?

১. ১২৩৬৬ ভাগলপুর – লোকমান্য তিলক এক্সপ্রেস এবং ১২৩৬৭ ভাগলপুর-আনন্দ বিহার টার্মিনাল বিক্রমশিলা এক্সপ্রেস বাঁকা-জাসিডিহ হয়ে ডাইভার্ট করাহবে।

২, ১৩৪২৪ আজমির – ভাগলপুর এক্সপ্রেস কিউল – ঝাঝা – জাসিডিহ – বাঙ্কা হয়ে ডাইভার্ট করা হবে।

৩. ১৩০২৪ গয়া – হাওড়া এক্সপ্রেস কিউল – ঝাঝা হয়ে ডাইভার্ট করা হবে এবং ০৩ ঘন্টার মধ্যে পুনরায় নির্ধারিত হবে৷

Advertisement

৪. ১৫৬৫৭/১৫৬৫৮ দিল্লি-কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল জামালপুর-মুঙ্গির-খাগরিয়া-কাটিহার-নিউ জলপাইগুড়ি হয়ে ডাইভার্ট করা হবে।

৫. ১৩৪৩০ আনন্দ বিহার টার্মিনাল – মালদা টাউন এক্সপ্রেস বারাউনি – কাটিহার – মালদা টাউন হয়ে ডাইভার্ট করা হবে৷

৬. ১৩২৪১ বাঁকা – রাজেন্দ্র নগর টার্মিনাল এক্সপ্রেস জাসিডিহ – কিউল হয়ে ডাইভার্ট করা হবে।

৭. স্বল্প পরিসমাপ্তি/সংক্ষিপ্ত উৎপত্তি:০৩৪৩১/০৩৪৩২ সাহেবগঞ্জ – জামালপুর – সাহেবগঞ্জ মেনু স্পেশালটি ২ জুলাই সাবাউর থেকে সংক্ষিপ্ত / সংক্ষিপ্ত সময়ে শেষ হবে৷

৮. ১৩৪০৯/১৩৪১০ মালদহ টাউন – কিউল – মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেসটি দুই জুলাই ভাগলপুর পর্যন্ত চলবে।

কোন কোন ট্রেন নিয়ন্ত্রণ :

১. ১৮৬০৪ গোড্ডা – রাঁচি এক্সপ্রেস ২ জুলাই এক ঘন্টা দেরিতে চলবে।০৯০১২ মালদহ টাউন – উধনা সামার স্পেশাল ০৬ ঘন্টা দেরিতে ছাড়বে। অর্থাৎ ১৫.০৫ টায় মালদহ টাউন ছেড়ে যাবে৷২২৯৪৭ সুরাত – ভাগলপুর এক্সপ্রেস দুই জুলাই দানাপুর ডিভিশনে এক ঘন্টা দ্বারা নিয়ন্ত্রিত হবে।০৯৪৫১ গান্ধীধাম – ভাগলপুর এক্সপ্রেস দুই জুলাই ৪৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে৷

 

Advertisement