একটা চাকরির জন্য সকলেই হন্যে হয়ে ঘোরেন। ডিগ্রি অর্জনের পরও অনেকেই চাকরি না পাওয়ার জ্বালায় জেরবার হয়। পড়াশোনার পাঠ চুকোনোর পরই সকলেই চান চাকরি করতে। কিন্তু দেশে কর্মসংস্থানের ঘাটতির খবর নতুন কিছু নয়। তবে চলতি বছরে চাকরির দুনিয়ায় নয়া দিগন্ত খুলেছে। স্নাতক পাশ করেই অনেকে চাকরি পেয়েছেন। ফ্রেশারদের চাকরির বাজারে গতি এনে দিয়েছে এমনই ৬টি চাকরি।
২০২৪ সালের জুলাই-ডিসেম্বরে টিমলিজ এডটেক কেরিয়ার আউটলুক রিপোর্ট অনুযায়ী, প্রযুক্তি, অ্যানালিটিক্স, ডিজিটাল সেলে চাকরিতে গতি এনে দিয়েছে ফ্রেশারদের জন্য। এই ৬ পদেই ফ্রেশারদের কেরিয়ারের চাকা ঘুরিয়ে দিতে পারে। চলতি বছরে এই ৬ চাকরিতে চাহিদা গত বছরের তুলনায় বেড়েছে। যার ফলে উপকৃত হয়েছেন অনেকে।
একনজরে দেখে নিন, চলতি বছরে যে ৬টি চাকরিতে ফ্রেশারদের চাহিদা বেড়েছে...
* ফুল স্টক ডেভলপারের চাহিদা বেড়েছে। ডিজিটাল দুনিয়ায়ফুল স্টক ডেভলপারের চাহিদা ২০২৩ সালের তুলনায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাভাস্ক্রিপ্ট, পাইথন, ওয়েব ডেভলেপমেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্টে দক্ষ প্রার্থীদের নিয়োগ করেছে বিভিন্ন সংস্থা।
* এসইও এগজিকিউটিভের চাহিদাও বেড়েছে ৩ শতাংশ। ডিজিটাল দুনিয়ায় এসইও এগজিকিউটিভের ভূমিকা ক্রমেই বাড়ছে।
* ডিজিটাল সেলস অ্যাসোসিয়েটের চাহিদা বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ।
* ২০২৪ সালে ডেটা অ্যানালিস্টের চাহিদা বেড়েছে ৩ শতাংশ।
* ডেটা ইঞ্জিনিয়ার পদের চাহিদা বেড়েছে ৬ শতাংশ।
* সাপ্লাই চেন অ্যাসোসিয়েটসের চাহিদা বেড়েছে ৮ শতাংশ।