scorecardresearch
 

Aadhaar Update: আধার জালিয়াতে খালি হচ্ছে বহু অ্যাকাউন্ট, বাঁচার উপায় কী? লক করার প্রসেস রইল

Aadhaar-Biometrics Lock: আধার কার্ডধারী প্রত্যেক ভারতীয় নাগরিককে আর্থিক ভাবে সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি। এই পদক্ষেপ না নিলে আর্থিক ক্ষতি হতে পারে। আপনার কষ্টার্জিত টাকা চলে যেতে পারে জালিয়াতদের কবলে।

Advertisement
আধার জালিয়াতে খালি হচ্ছে বহু অ্যাকাউন্ট, বাঁচার উপায় কী? লক করার প্রসেস রইল আধার জালিয়াতে খালি হচ্ছে বহু অ্যাকাউন্ট, বাঁচার উপায় কী? লক করার প্রসেস রইল
হাইলাইটস
  • আধার কার্ডধারী প্রত্যেক ভারতীয় নাগরিককে আর্থিক ভাবে সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি।
  • এই পদক্ষেপ না নিলে আর্থিক ক্ষতি হতে পারে।
  • আপনার কষ্টার্জিত টাকা চলে যেতে পারে জালিয়াতদের কবলে।

Aadhaar-Biometrics Lock: এটা এমন একটি সময় যেখানে আর্থিক জালিয়াতি এবং কোনও ব্যক্তির পরিচয় (নথি-পত্র) চুরির ঘটনা প্রবল, আপনার ব্যক্তিগত তথ্য এবং আর্থিক সুরক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আধার কার্ডধারী প্রত্যেক ভারতীয় নাগরিককে আর্থিক ভাবে সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া জরুরি। এই পদক্ষেপ না নিলে আর্থিক ক্ষতি হতে পারে। আপনার কষ্টার্জিত টাকা চলে যেতে পারে জালিয়াতদের কবলে। এমনকি আপনার ব্যাঙ্কে নিরাপদে রাখা টাকাও হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

প্রথমেই আপনার আধার কার্ড সুরক্ষিত করতে হবে! কারণ, সাইবার জালিয়াতরা আধার ব্যবহারকারীদের বায়োমেট্রিক তথ্য চুরি করে ব্যাঙ্ক থেকে গ্রাহকের অজান্তেই টাকা তুলে নিচ্ছে। তাই সময় নষ্ট না করে জেনে নিন কীভাবে আপনার আধার কার্ড লক করবেন! এই পদক্ষেপ নিলে আপনার আধারের তথ্য জালিয়াতরা চুরি করতে পারবে না।

বাড়িতে বসেই আধারের সঙ্গে থাকা আপনার বায়োমেট্রিক লক করে রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনার গুরুত্বপূর্ণ আধারের তথ্য সুরক্ষিত করবেন! এর জন্য আপনার আধারের সঙ্গে ফোন নম্বর কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে! সহজ কয়েকটি স্টেপ আছে!

আরও পড়ুন

আপনার আধার সুরক্ষিত করার পদ্ধতি:
•    প্রথমে Google Play Store থেকে mAadhaar app-টি ডাউনলোড করে নিন নিজের ফোনে!
•    এর পর অ্যাপ খুলে দেখবেন একদম উপরের দিকে "Register My Aadhaar"-এর একটি অপশন দেখাচ্ছে। সেখানে ক্লিক করুন!
•    এবার এখানে গিয়ে ৪ ডিজিটের নিজের পছন্দ মতো একটি পাসওর্য়াড সেট করুন। এই পাসওর্য়াড এমন রাখুন যাতে সহজেই আপনি মনে রাখতে পারেন অথচ আপনার পাসওর্য়াড সম্পর্কে হ্যাকাররা আন্দাজ না করতে পারে! 
•    এর পর নিজের আধার নম্বর লিখুন। এর সঙ্গে সঙ্গে একটি সিকিউরিটি ক্যাপচা দেখতে পাবেন। সেটাকে নির্দিষ্ট অংশে লিখে দিন।
•    এর পর আপনাকে একটি OTP পাঠানোর জন্য অপশন দেখানো হবে। আপনার আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নম্বরে OTP পাঠানো হবে।
•    এবার নির্দিষ্ট অংশে OTP দিলেই আপনার আধার অ্যাকাউন্ট খুলে যাবে! এবার একটু নিচের দিকে "Biometrics Lock" অপশনটি দেখতে পাবেন। এবার এই অপশনে ক্লিক করুন!

Advertisement

আপানাকে আরও একবার ক্যাপচা এবং OTP ভেরিফিকেশন করতে হবে! এবার নতুন OTP যেই আপনি অ্যাপে দেবেন আপনার বায়োমেট্রিক তথ্য লক বা সুরক্ষিত হয়ে যাবে! আর কেউ পারবে না আপনার তথ্য চুরি করতে। ফলে ব্যাঙ্কের টাকাও গায়েব হবে না! ঝটপট করে ফেলুন এই কাজ! জালিয়াতরা কিন্তু আধার নম্বর দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুঠ করছে।

Advertisement