scorecardresearch
 

AC at Low Price: সস্তায় এসি, ফ্রিজ এবং কুলার! সামার সেলে দারুণ ছাড় দিচ্ছে এই ই-কমার্স সাইট

মার্চের শুরু থেকেই বিদায় নিয়েছে শীত। ধীরে ধীরে গরম বাড়ছে। অনেকেই বেডরুমে এবার এসি-টা বসিয়েই নেবেন বলে ভাবছেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় বাজেট। ফলে অনেকেই সস্তায়, পকেটসই দামে এসি, ফ্রিজের খোঁজ করেন। তাঁদের জন্যই একটি খবর রইল এই প্রতিবেদনে।

Advertisement
এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রুম কুলার সহ বেশ কিছু প্রোডাক্টে আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রুম কুলার সহ বেশ কিছু প্রোডাক্টে আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন।
হাইলাইটস
  • মার্চের শুরু থেকেই বিদায় নিয়েছে শীত। ধীরে ধীরে গরম বাড়ছে। অনেকেই বেডরুমে এবার এসি-টা বসিয়েই নেবেন বলে ভাবছেন।
  • কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় বাজেট। ফলে অনেকেই সস্তায়, পকেটসই দামে এসি, ফ্রিজের খোঁজ করেন।
  • মার্চ থেকেই, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে সেল শুরু হয়ে গিয়েছে। তাতে ফ্রিজ, এসি, কুলারের উপর আকর্ষণীয় হারে ছাড় দেওয়া হচ্ছে।

মার্চের শুরু থেকেই বিদায় নিয়েছে শীত। ধীরে ধীরে গরম বাড়ছে। অনেকেই বেডরুমে এবার এসি-টা বসিয়েই নেবেন বলে ভাবছেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় বাজেট। ফলে অনেকেই সস্তায়, পকেটসই দামে এসি, ফ্রিজের খোঁজ করেন। তাঁদের জন্যই একটি খবর রইল এই প্রতিবেদনে।

মার্চ থেকেই, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে সেল শুরু হয়ে গিয়েছে। তাতে ফ্রিজ, এসি, কুলারের উপর আকর্ষণীয় হারে ছাড় দেওয়া হচ্ছে। Croma-তেও 'সামার ক্যাম্পেইন 2024' শুরু হয়েছে। এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রুম কুলার সহ বেশ কিছু প্রোডাক্টে আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন।

এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। এর মাধ্যণে AC-তে ৬,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। এছাড়াও, বিভিন্ন EMI পেমেন্ট অপশনও পেয়ে যাবেন। Croma-তে এই সেলের বিভিন্ন ডিলের বিষয়ে এক নজরে জেনে নিন৷

ক্রোমা সামার ক্যাম্পেইন 2024
ক্রোমা-এ ২৪,৯৯০ টাকা থেকে Inverter Split AC পাবেন। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের এসিতে ডিসকাউন্ট পাবেন। বিভিন্ন ব্র্যান্ডের এসি-তেও ব্যাঙ্ক অফারও রয়েছে। HDFC ব্যাঙ্ক , ICICI ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার কার্ডে ২,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন৷

আর কী কী অফার রয়েছে? LG-র ১.৫ টন ক্ষমতার ইনভার্টার এসি পাবেন ৫৩,৪৯০ টাকায়। ৫ স্টার ভেরিয়েন্টে এই অফার পাবেন। ডাইকিনের ১.৫ টনের 5-স্টার রেটেড এসি পাবেন ৪৪,৭৯০ টাকায়। ক্রোমা-তে AC কেনার জন্য ৬,৫০০ টাকা পর্যন্ত ইনস্টলেশন এবং এক্সচেঞ্জ অফার দিচ্ছে।

আরও পড়ুন

কুলার-ফ্রিজেও অফার রয়েছে
এছাড়াও সস্তায় রুম কুলার পেয়ে যাবেন। Bajaj PMX 18 DLX কুলার ৪,৫০০ টাকায় পাবেন। বাজাজ, ভোল্টাস এবং সিম্ফনির মতো ব্র্যান্ডের কুলার কিনতে পারবেন। নতুন রেফ্রিজারেটরে ৫,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন।

শুধু তাই নয়, এই প্ল্যাটফর্মগুলি থেকে সস্তায় আরও অনেক হোম অ্যাপ্লায়েন্স কিনতে পারবেন। অনলাইন স্টোর এবং অফলাইন রিটেল স্টোর, দুই জায়গাতেই এই অফারগুলি পাবেন।

Advertisement

TAGS:
Advertisement