দেশে মহার্ঘ্য হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। যার রেশ মধ্যবিত্তের পকেটে পড়েছে। বাজারের মূল্যবৃদ্ধি হয়েছে অনেকটাই। এবার ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো তাঁদের কর্মীদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে অনেকটাই ফলে ডেলিভারী পার্টনারদের বাইকে যাওয়ার খরচও বেড়েছে। এই প্রেক্ষাপটে ডেলিভারী পার্টনারদের বেতন ৭ থেকে ৮ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
একটি বিবৃতিতে জোম্যাটোর তরফে বলা হয়েছে যে জ্বালানির দাম বৃদ্ধিরর জেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। দীপিন্দর গোয়াল যদিও এ ব্যাপারে আশ্বস্ত করেছেন যে গ্রাহকদের উপর এর কোনও প্রভাব পড়বে না। ডেলিভারী পার্টনারদের বেতন বৃদ্ধি সংস্থার সিদ্ধান্ত। যার রেশ কখনই গ্রাহকদের নিতে হবে না। একটি বিবৃতিতে বলা হয়েছে, "জোম্যাটো তা নিশ্চিত করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে যে ডেলিভারি অংশীদারদের জন্য এই ব্যয় বৃদ্ধি যাতে কনজিউমারদের প্রভাবিত না করে।"
Our delivery partners travel 100-200 kms/day to deliver food to our customers. The increase in fuel prices has increased their monthly spend on fuel by ₹600-800 (~3% of their monthly income). (1/n)
— Deepinder Goyal (@deepigoyal) February 25, 2021
জ্বালানির দাম বৃদ্ধির ফলে তা ডেলিভারী বয়দের উপর কীভাবে প্রভাব ফেলছে তা ব্যাখ্যা করতে গিয়ে সংস্থা প্রধান জানান, একজন ডেলিভারী পার্টনার একদিনে ১০০ থেকে ১২০ কিমি ভ্রমণ করেন। এক মাসে ৬০ থেকে ৮০ লিটার জ্বালানী খরচ হয়। এখন যে দাম বেড়েছে সেখানে তাঁদের আয় থেকে অতিরিক্ত মাসিক ব্যয় ৬০০ থেকে ৮০০ টাকা (মাসিক আয়ের প্রায় তিন শতাংশ) বৃদ্ধি পাবে।
এই সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে সংশোধিত বেতন কাঠামোর সিদ্ধান্ত নিয়েছে দেশের জনপ্রিয় ফুড ডেলিভারী সংস্থাটি। সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে এও বলা হয় যে লং ডিসটেন্স রিটার্ন পে দেওয়ার পদ্ধতিও চালু করবে সংস্থা। যেখানে ডেলিভারী পার্টনার যারা বেশি দূরত্ব অতিক্রম করবে তাঁদের ওই লোকেশনের কাছাকাছি পরবর্তী ডেলিভারী দেওয়া হবে। পরবর্তীতে তাঁরা যেন নিজের কাজের লোকেশনে ফিরে আসতে পারে সেই দিকটিও লক্ষ্য রাখা হবে।