scorecardresearch
 

EPFO Rules Changed: ১ লক্ষ টাকা তুলতে পারবেন, বড় স্বস্তি PF গ্রাহকদের, EPFO-র নয়া নিয়ম জানুন

EPFO Rules: PF অ্যাকাউন্ট যাঁদের রয়েছে, তাঁদের জন্য বড় স্বস্তি দিল ইপিএফও ((EPFO)। এত দিন চিকিৎসার জন্য পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা ৫০ হাজার টাকা তুলতে পারতেন। তবে নয়া নিয়মে চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন উপভোক্তারা। এই নয়া নিয়ম লাগু করেছে ইপিএফও। 

Advertisement
ইপিএফও-তে নিয়ম বদল। ইপিএফও-তে নিয়ম বদল।
হাইলাইটস
  • PF অ্যাকাউন্ট যাঁদের রয়েছে, তাঁদের জন্য বড় স্বস্তি দিল ইপিএফও ((EPFO)।
  • এত দিন চিকিৎসার জন্য পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা ৫০ হাজার টাকা তুলতে পারতেন।
  • তবে নয়া নিয়মে চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন উপভোক্তারা।

PF অ্যাকাউন্ট যাঁদের রয়েছে, তাঁদের জন্য বড় স্বস্তি দিল ইপিএফও ((EPFO)। এত দিন চিকিৎসার জন্য পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা ৫০ হাজার টাকা তুলতে পারতেন। তবে নয়া নিয়মে চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন উপভোক্তারা। এই নয়া নিয়ম লাগু করেছে ইপিএফও। 

কবে থেকে এই নিয়ম কার্যকর?

বুধবার এই নয়া নিয়ম কার্যকর করেছে ইপিএফও। সূত্রের খবর, নয়া নিয়ম লাগু হওয়ার আগে গত ১০ এপ্রিল ইপিএফও অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কিছু বদল এনেছিল। নিজের চিকিৎসা বা তাঁর নিকট আত্মীয়ের চিকিৎসার জন্য টাকা গ্রাহকদের টাকা তুলতে হবে ৬৮জে-র অধীনে। 

আরও পড়ুন

সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের সবুজসঙ্কেত পাওয়ার পরই নয়া নিয়ম কার্যকর করেছে ইপিএফও। নয়া নিয়মে চিকিৎসার প্রয়োজনে টাকা তুলতে পারবেন উপভোক্তারা। 
অথবা নিকট আত্মীয়ের শারীরিক অসুস্থতার প্রয়োজনে বা হাসপাতালে ভর্তি করানোর জন্য টাকা তোলা যাবে। 

১ লক্ষ টাকা তুলতে হবে ৬৮জে-র অধীনে। ৬ মাসের বেসিক বেতন এবং ডিএ ক্লেম করতে পারেন অ্যাকাউন্ট হোল্ডাররা। ফর্ম ৩১-এর মাধ্যমে কিছু টাকাও তুলতে পারবেন উপভোক্তারা। তবে এর জন্য চিকিৎসকের শংসাপত্র লাগবে। ১ লক্ষ টাকা তোলার ক্লেম করার পর উপভোক্তারা নিজের অ্যাকাউন্ট বা সংশ্লিষ্ট হাসপাতালের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। 

কীভাবে আবেদন করতে হবে? 

* ইপিএফও-র ওয়েবসাইটে (www.epfindia.gov.in) অনলাইন সার্ভিসেস অপশনে লগ ইন করুন। প্রয়োজনীয় ক্লেম ফর্ম পূরণ করুন।

* এবার পিএফ অ্যাকাউন্টের শেষ ৪টি নম্বর দিয়ে যাচাই (ভেরিফাই) করতে হবে। 

* এরপরে 'Proceed For Online Claim' অপশনে ক্লিক করুন। ফর্ম ৩১ পূরণ করতে হবে। 

* তারপরে অ্যাকাউন্ট ডিটেলস দিন। চেক অথবা ব্যাঙ্কের পাসবুকের কপি আপলোড করুন। 

Advertisement

* এবার  'Get Adhaar OTP'  অপশনে ক্লিক করুন। তারপরে ফর্ম সাবমিট করতে হবে। 
 

TAGS:
Advertisement