Bread Price Hike: আবার বাড়তে চলেছে পাউরুটির দাম। আজ, বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আটা, ময়দা এবং চিনির মূল্যবৃদ্ধির কারণে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সেক্ষেত্রে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন দাম ধার্য হবে। পাউরুটির প্যাকেট প্রতি ২ টাকা করে বাড়ছে দাম। ফলে, মূল্যবৃদ্ধির বাজারে আবারও পকেটে টান পড়তে চলেছে মধ্যবিত্তের।
এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে জানা গেছে, মূল্যবৃদ্ধির কারণে বেকারি শিল্পের মূল কাঁচামালে এর প্রভাব পড়ছে। তাই বাধ্য হয়েই পাউরুটির দাম বাড়াতে হবে, এছাড়া আর কোনও রাস্তা নেই। বিবৃতি থেকে এও জানা যাচ্ছে, প্রতি ৪০০ গ্রাম ওজনের পাউরুটির দাম ২ টাকা করে বাড়ানো হচ্ছে। প্লেন এবং স্লাইসড পাউরুটির ক্ষেত্রেই শুধুমাত্র ২ টাকা করে দাম বাড়ছে। এখন প্লেন পাউরুটির প্যাকেট ৪০০ গ্রামের প্যাকেট কিনতে হয় ২৮ টাকায়, তা বেড়ে হল ৩০ টাকা। ৬ তারিখ থেকে এই দাম ধার্য হবে।
কিছুদিন আগেই ৪০০ গ্রাম পাউরুটির প্যাকেটের দাম ছিল ২৪ টাকা। পরে বেড়ে হয় ২৮ টাকা। দিনকয়েক যেতে না যেতেই আবার বাড়ল পাউরুটির দাম।
প্রসঙ্গত, গত জুলাই মাসেই একাধিক পণ্যের ওপর জিএসটি বাড়ানো হয়েছে। ফের একবার জিএসটি বাড়তে পারে। কর সংগ্রহের পদ্ধতিতে সংশোধন করতেই বিভিন্ন পণ্যের ওপর জিএসটি বাড়ানো হয়েছিল। আগামী সেপ্টেম্বর মাস থেকেই আরও বেশ কিছু পণ্যের ওপর ছাড় প্রত্যাহার করে, নতুন করে জিএসটি কার্যকর বা জিএসটির হার বাড়ানো হতে পারে।