শুক্রবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যেই চালু হয়েছে করোনার বুস্টার ডোজ। তা নেওয়া শুরু করেছেন অনেকে। তবে এমন অনেকেই আছেন যাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার পরও বুস্টার ডোজের মেসেজ আসেনি।
এখন প্রশ্ন সেই সব ব্যক্তিরা কী বুস্টার ডোজ পাবেন? স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গেছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৬ মাস পেরিয়ে গেলেও বুস্টার ডোজের মেসেজ পাননি। তবে তাঁদের চিন্তার কিছু নেই। যাঁদের ক্ষেত্রে এমন হয়েছে তাঁরা সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা নির্ধারিত সেন্টারে গেলেই বুস্টার ডোজ পাবেন। সেক্ষেত্রে তাঁদের দ্বিতীয় ডোজের সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে।
আরও পড়ুন : বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি? পূর্বাভাস
প্রসঙ্গত, আগে কেন্দ্র সরকার জানিয়েছিল, ৯ মাস পরে বুস্টার ডোজ পাওয়া যাবে। তবে এখন ৬ মাস পর বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানানো হয়েছে। কয়েকদিন আগে ঘোষণা করা হয়, শুক্রবার থেকে চালু হবে করোনার বুস্টার ডোজ। সেই মতো শুরুও হয়েছে।
জানা গেছে, কলকাতার মোট ১৩৩টি কেন্দ্রে বুস্টার ডোজ পাওয়া যাচ্ছে। এই সংক্রান্ত সব তথ্য https://www.kmcgov.in-এই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, বুস্টার ডোজ নিতে গেলে CoWIN ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে পছন্দের জায়গা ও সময় বেছে নেওয়ার অপশন রয়েছে। তবে যাঁরা স্লট বুক করতে পারেন না, তাঁরা সেন্টারে গিয়ে ডোজ পাবেন।