scorecardresearch
 

Profitable Flowers: চাকরির টেনশন নেই, এই ৩ ফুল চাষ করলেই মালামাল হয়ে যাবেন

নতুন প্রজন্মের অনেকেই এখন গতানুগতিক লেখাপড়া বা চাকরি-বাকরির কথা না ভেবে অন্যকিছু করার চেষ্টা করছে। যুগের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন নিত্যনতুন চাষের প্রতিও আকৃষ্ট হচ্ছে অনেকে। যেগুলির মাধ্যমে হচ্ছে বিপুল অঙ্কের লাভও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের বিভিন্ন প্রান্তেই এই প্রবণতা দেখা যাচ্ছে। তারমধ্যে একটি লাভজনক চাষ হল ফুল চাষ। 

Advertisement
প্রতীকী ছবি। প্রতীকী ছবি।
হাইলাইটস
  • নতুন প্রজন্মের অনেকেই এখন গতানুগতিক লেখাপড়া বা চাকরি-বাকরির কথা না ভেবে অন্যকিছু করার চেষ্টা করছে।
  • যুগের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন নিত্যনতুন চাষের প্রতিও আকৃষ্ট হচ্ছে অনেকে।

নতুন প্রজন্মের অনেকেই এখন গতানুগতিক লেখাপড়া বা চাকরি-বাকরির কথা না ভেবে অন্যকিছু করার চেষ্টা করছে। যুগের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন নিত্যনতুন চাষের প্রতিও আকৃষ্ট হচ্ছে অনেকে। যেগুলির মাধ্যমে হচ্ছে বিপুল অঙ্কের লাভও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের বিভিন্ন প্রান্তেই এই প্রবণতা দেখা যাচ্ছে। তারমধ্যে একটি লাভজনক চাষ হল ফুল চাষ। 

ফুল হল এমনই একটি জিনিস যেটি পুজো-পার্বণ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় বিষয় এবং অনুষ্ঠানে কাজে লাগে। এমন পরিস্থিতিতে, আপনি ফুল চাষ শুরু করার মাধ্যমে দুর্দান্ত লাভ করতে পারেন। এমনিতেই বাজারে সবসময় ফুলের চাহিদা বেশ ভালোই থাকে। পাশাপাশি ফুল বিক্রিও হয় চড়া দামে। তাই, ফুল একটি লাভজনক চাষ হিসেবে ধরা হয়। কোন কোন ফুল চাষ করে প্রচুর লাভ করা যেতে পারে, জেনে নিন।

১. জুঁই ফুল: জুঁই হল এমনই একটি ফুল যেটি সারাবছর চাষ করা যায়। জুঁই ফুল মূলত সুগন্ধি, ক্রিম, তেল, শ্যাম্পু তৈরিতে ব্যবহার করা হয়। চর্মরোগের উপশমেও এই ফুল অত্যন্ত উপকারী। পাশাপাশি, ফুলটি পুজোতেও কাজে লাগে। বর্তমানে বাজারে জুঁই ফুল বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ১,০০০ থেকে ২,০০০ টাকায়। তাই, আপনি এই ফুলের চাষ শুরু করে প্রচুর লাভ করতে পারেন।

আরও পড়ুন

২. গোলাপ ফুল: গোলাপ হল এমন একটি ফুল যা সারাবছর ফোটে। পাশাপাশি, বাজারে গোলাপের চাহিদা থাকে অনেকটাই বেশি। এই ফুল দিয়ে সহজেই গোলাপজল এবং পারফিউমের মতো জিনিস তৈরি করা যায়। গোলাপ চাষের মাধ্যমে কৃষকরা সহজেই প্রতি হেক্টরে ৫ থেকে ৬ লক্ষ টাকা আয় করতে পারেন।

৩. সূর্যমুখী ফুল: সূর্যমুখী ফুল বেলে-দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো চাষ হয়। পাশাপাশি, এটি এমন একটি ফুল যেটিতে ৪০ থেকে ৫০ শতাংশ তেল পাওয়া যায়। বলা হয় সূর্যমুখীর বীজ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। সূর্যমুখীর বীজ ৩,৫০০ থেকে ৪,০০০ টাকায় বিক্রি হয়। পাশাপাশি, এই ফুল বিক্রির মাধ্যমে এক হেক্টর জমিতে ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করা যেতে পারে।
 

Advertisement

 

Advertisement