আবার হবে দুয়ারে সরকার শিবির। জানা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটতেই দুয়ারে সরকার আয়োজনে তৎপর হতে চলেছে রাজ্য সরকার। গোটা সেপ্টেম্বর মাস ধরে চলবে দুয়ারে সরকার শিবির। দুয়ারে সরকার থেকে সরকারের সমস্ত সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদন জানানো যায়। এবার দুয়ারে সরকার শিবিরে মিলবে নতুন একটি পরিষেবা। এবারে শিবিরে নতুন সংযোজন পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের সুবিধা।
ইতিমধ্য়েই পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য পৃথক পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন। পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে বা বিদেশে কাজে গিয়ে কোনও সমস্যাতে পড়লে তাঁকে ও তাঁর পরিবারকে সাহায্য করার জন্যই এই সুবিধা চালু করেছে সরকার। তাই এবার জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির থেকেও ওই শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুযোগ করে দেবে সরকার।
রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে কোনও পরিযায়ী শ্রমিকের ভিন রাজ্যে সাধারণভাবে মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। আর দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াবে ২ লক্ষ টাকা। বাসস্থানে মৃতদেহ আনার জন্য মিলবে ২৫ হাজার টাকা। সংশ্লিষ্ট রাজ্যেই সৎকার করা হলে দেওয়া হবে ৩ হাজার টাকা। কর্মরত অবস্থায় দুর্ঘটনায় জখম হয়ে শারীরিকভাবে অক্ষম হয়ে পড়লে এককালীন ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ওই শ্রমিককে দেবে বোর্ড।
এছাড়াও, পরিযায়ী শ্রমিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার বলে সূত্রের খবর। পরিযায়ী শ্রমিকদের বিপদে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিতে কেরল, মহারাষ্ট্র ও দিল্লিতে তিনটি পৃথক অফিস খুলতে চলেছে শ্রম দফতর। এছাড়াও শ্রমমন্ত্রী মলয় ঘটককে চেয়ারম্যান করে গঠিত হয়েছে পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ।