Rath yatra Special Train: রথযাত্রা উপলক্ষে বিশেষ ট্রেন দিচ্ছে পূর্ব রেল। শুধু তাই নয় উল্টো রথেও দেওয়া হচ্ছে বিশেষ ট্রেন। মূলত, রবিবার ট্রেন কম চালানো হয়। কিন্তু ৭ জুলাই, রবিবার রথ উপলক্ষে এই বিশেষ ব্যবস্থা। কোন কোন রুটে চলবে রথ স্পেশাল ট্রেন?
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ অধিকারিক কৌশিক মিত্র জানিয়েছে, 'রথযাত্রা' এবং 'উল্টা রথযাত্রা'-র সময় যাত্রীদের প্রত্যাশিত প্রচণ্ড ভিড় সামলাতে, পূর্ব রেলের হাওড়া বিভাগ রথের দিন ৭ জুলাই হাওড়া এবং নবদ্বীপ ধামের এক জোড়া EMU বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্টোরথ ১৫ জুলাই, সোমবারও তাই চলবে।
হাওড়া – নবদ্বীপ ধাম ইএমইউ স্পেশাল হাওড়া থেকে ৯টা ৩২ মিনিটে ছাড়বে। নবদ্বীপ ধামে পৌঁছবে ১২টায়। আপ স্পেশাল ট্রেনগুলি ব্যান্ডেল স্টেশনে পৌঁছবে ১০টা ৩২ মিনিটে। সেখানে ৩ মিনিটের জন্য ট্রেন থামবে। নবদ্বীপ ধাম থেকে হাওড়া ইএমইউ স্পেশাল নবদ্বীপ ধাম ছাড়বে বেলা আড়াইটেয়। হাওড়া পৌঁছতে বিকেল ৫টা। ডাউন স্পেশাল ট্রেন ৩টে ৫৫ মিনিটে ব্যান্ডেল পৌঁছবে। সেখানে ২ মিনিটের জন্য থামবে। এই বিশেষ ট্রেনগুলি উভয় দিকের সমস্ত স্টেশনে থামবে।
গতবছরও রথ ও উল্টোরথে একই ব্যবস্থা করেছিল পূর্ব রেল। হুগলির শ্রীরামপুরের মাহেশ ও গুপ্তিপাড়ার রথ বিখ্যাত। নবদ্বীপে নেমে অনেকেই নদী পেরিয়ে যান মায়াপুরে ইসকনের রথযাত্রায় সামিল হতে। এই কারণে এই রুটে বিশেষ ট্রেন চালনোর সিদ্ধান্ত।
রথযাত্রা ২০২৪-র দিনক্ষণ (Rath Yatra 2024 Date- Time)
রথযাত্রা - ৭ জুলাই (২২ আষাঢ়), রবিবার। দ্বিতীয়া শুরু ৬ জুলাই রাত ৪/২/৩৫ -এ এবং শেষ ৭ জুলাই রাত ৪/৩১/৪০ মিনিটে।
উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) - ১৬ জুলাই (১ শ্রাবণ), মঙ্গলবার।
ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে। শুরু তাই নয়, যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে, সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব।