scorecardresearch
 

Cancelled Trains: শনি-রবিবার হাওড়া শাখার প্রচুর ট্রেন বাতিল, রইল তালিকা

Eastern Railway Cancelled Trains: হাওড়া শাখায় রেল লাইনের মেরামতি, সিগন্যাল ও ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এর জেরে শনি ও রবিবার হাওড়া শাখায় একাধিক লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হতে পারে। বাতিল ও নিয়ন্ত্রিত হচ্ছে অসংখ্য ট্রেন।

Advertisement
শনি-রবিবার হাওড়া শাখার প্রচুর ট্রেন বাতিল, রইল তালিকা শনি-রবিবার হাওড়া শাখার প্রচুর ট্রেন বাতিল, রইল তালিকা
হাইলাইটস
  • হাওড়া শাখায় রেল লাইনের মেরামতি, সিগন্যাল ও ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।
  • এর জেরে শনি ও রবিবার হাওড়া শাখায় একাধিক লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হতে পারে।
  • বাতিল ও নিয়ন্ত্রিত হচ্ছে অসংখ্য ট্রেন।

Eastern Railway Cancelled Trains: হাওড়া শাখায় রেল লাইনের মেরামতি, সিগন্যাল ও ওভারহেড তারের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এর জেরে শনি ও রবিবার হাওড়া শাখায় একাধিক লাইনে ট্রেন পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ট্রেনের মসৃণ ও নিরাপদ পরিষেবার জন্য এর ট্র্যাক, সিগন্যাল এবং ওভারহেড ইলেকট্রিক লাইনের (OHE) রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্র্যাক, সিগন্যাল এবং ওভারহেড ইলেকট্রিক লাইনের যথাযথ রক্ষণাবেক্ষণ না হলে ট্রেনের পরিষেবা ব্যাহত হয়, নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি এবং রেলের পরিকাঠামোর ক্ষয়-ক্ষতি বৃদ্ধি পেতে পারে। রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ এবং খনা-গুমানি শাখায় ২২ জুলাই (শনিবার) এবং ২৩ জুলাই (রবিবার) কাজ করবে পূর্ব রেল।

২২ জুলাই, শনিবারের বাতিল ট্রেনের তালিকা: 
•    হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল: 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37363, 37229, 37237, 37819, 37651, 37915।
•    বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল: 36834, 36836, 36838, 36840, 37832, 37842, 03587।
•    আরামবাগ থেকে বাতিল ট্রেনটি হল: 37364। 
•    ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলি হল: 37536, 37538, 37242, 37244, 37749।
•    নৈহাটি থেকে বাতিল ট্রেনগুলি হল: 37535 ও 37537।
•    মেমারি থেকে বাতিল ট্রেনটি হল: 37652। 
•    চন্দনপুর থেকে বাতিল ট্রেনগুলি হল: 36034, 36036। 
•    ডানকুনি থেকে বাতিল ট্রেনগুলি হল: 32228, 32230, 32232, 32234, 32236।
•    শিয়ালদা থেকে বাতিল ট্রেনগুলি হল: 32411, 32227, 32229, 32231, 32233, 32235।
•    বারুইপুর থেকে বাতিল ট্রেনটি হল: 32412। 
•    রামপুরহাট থেকে বাতিল ট্রেনটি হল: 03588। 
•    কাটোয়া থেকে বাতিল ট্রেনগুলি হল: 37748, 37924, 03095, 03097, 03035।
•    আজিমগঞ্জ থেকে বাতিল ট্রেনগুলি হল: 03096, 03098, 03036।

আরও পড়ুন

Advertisement

২৩ জুলাই, রবিবারের বাতিল ট্রেনের তালিকা:
•    হাওড়া থেকে বাতিল ট্রেনগুলি হল: 36825, 36827, 36829, 36831, 36033, 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 37915।
•    বর্ধমান থেকে বাতিল ট্রেনগুলি হল: 36834, 36836, 36838, 36840, 36844, 37832, 03587।
•    আরামবাগ থেকে বাতিল ট্রেনগুলি হল: 37364।
•    ব্যান্ডেল থেকে বাতিল ট্রেনগুলি হল: 37242, 37244, 37536, 37538, 37749।
•    নৈহাটি থেকে বাতিল ট্রেনগুলি হল: 37535, 37537।
•    মেমারি থেকে বাতিল ট্রেনটি হল: 37652।
•    চন্দনপুর থেকে বাতিল ট্রেনটি হল: 36034।
•    শেওড়াফুলি থেকে বাতিল ট্রেনগুলি হল: 37056. 36034, 36036।
•    ডানকুনি থেকে বাতিল ট্রেনগুলি হল: 32230, 32232, 32228, 32234।
•    শিয়ালদা থেকে বাতিল ট্রেনগুলি হল: 32229, 32231, 32411, 32227, 32233।
•    বারুইপুর থেকে বাতিল ট্রেনগুলি হল: 32412।
•    রামপুরহাট থেকে বাতিল ট্রেনটি হল: 03588।
•    কাটোয়া থেকে বাতিল ট্রেনগুলি হল: 03095, 03097, 37748, 37924, 03035।
•    আজিমগঞ্জ থেকে বাতিল ট্রেনগুলি হল: 03098, 03096, 03036।

Advertisement