বাড়িতে বসে ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) সদস্যরা । পিএফ সদস্যরা এসএমএস বা মিসড কল দিয়ে অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানতে পারেন। ইপিএফও-র (EPFO) ওয়েবসাইট এবং UMANG অ্যাপের মাধ্যমে EPF ব্যালেন্স অনলাইনেও চেক করা যেতে পারে।
এসএমএসে পিএফ ব্যালেন্স (PF BALANCE CHECK SMS)
PF অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ থাকে। আর ওই আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকে মোবাইল নম্বর। সদস্যদের রেজিস্টার মোবাইল নম্বর থেকে 7738299899 নম্বরে 'EPFOHO UAN LAN' লিখে পাঠান।
LAN হল পছন্দের ভাষার প্রথম তিনটি অক্ষর যেমন হিন্দির জন্য HIN, বাংলার জন্য BAN।
পিএফ ব্যালেন্স চেক নম্বর (PF BALANCE CHECK NUMBER)
EPFO সদস্যরা রেজিস্টার মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে 'মিসড কল' দিতে পারেন।
ইপিএফ পাসবুক (EPF PASSBOOK)
পিএফ সদস্যরা 'ইপিএফ পাসবুক পোর্টাল' দেখতে পারেন - https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login লগ ইন করে।
UAN এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে।
তারপর 'পাসবুক ডাউনলোড/দেখতে' পারবেন।
উমং অ্যাপ (UMANG APP)
আপনি UMANG অ্যাপে EPF ব্যালেন্স চেক করতে পারেন। অ্যাপটি খুলে EPFO-তে যেতে হবে। পিএফ সদস্যদের 'Employee Centric Services' ক্লিক করতে হবে। নির্বাচন করুন View Passbook' বিকল্প। পাসবুক দেখতে আপনাকে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) দিয়ে লগ ইন করতে হবে।
— EPFO DEHRADUN (@epfodehradun) April 15, 2022
আরও পড়ুন- সুযোগ মিস করবেন না! পড়তি বাজারে কিনে রাখুন এই ৫ শেয়ার