scorecardresearch
 

Gold Price Today: সোনার দামে বড় পতন, পুজোর কলকাতায় Gold Rate কতটা সস্তা?

পুজোর মধ্যেই সুখবর। কমে গেল সোনার দাম। সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। কখনও সোনার দাম বাড়ছে তো কখনও কমছে। সোনা এক মূল্যবান ধাতু। আপদে-বিপদে সোনা অনেকের কাছেই ভরসা। পুজোর মরশুমে অনেকেই সোনা কেনেন। বৃহস্পতিবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

Advertisement
সোনার দাম কমল। সোনার দাম কমল।
হাইলাইটস
  • পুজোর মধ্যেই সুখবর।
  • কমে গেল সোনার দাম।
  • ৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন...

পুজোর মধ্যেই সুখবর। কমে গেল সোনার দাম। সোনাকে শুভ বলে বিশ্বাস করা হয়। গত কয়েক দিন ধরেই সোনার দামে ওঠানামা করছে। কখনও সোনার দাম বাড়ছে তো কখনও কমছে। সোনা এক মূল্যবান ধাতু। আপদে-বিপদে সোনা অনেকের কাছেই ভরসা। পুজোর মরশুমে অনেকেই সোনা কেনেন। বৃহস্পতিবার কলকাতায় ২২ এবং ২৪ ক্যারাট সোনা কিনলে কতটা লাভ হবে, জেনে নিন বিশদে...

কলকাতায় সোনার দাম কত? 

বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৭ হাজার ২৫ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৩০ টাকা। অর্থাৎ, সোনার দাম সামান্য কমল।

আরও পড়ুন

কলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭ হাজার ৬৬৪ টাকা। গতকাল দাম ছিল ৭ হাজার ৬৬৯ টাকা। ফলে সোনার দাম খানিকটা কমল।

 কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম আজ ৭০ হাজার ২৫০ টাকা। গতকাল ছিল ৭০ হাজার ৩০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭৬ হাজার ৬৪০ টাকা। গতকাল ছিল ৭৬ হাজার ৬৯০ টাকা। 


সেপ্টেম্বর মাসেও অনেকটাই সস্তা হয়েছিল সোনা। অগাস্ট মাসের শুরুতেও সোনার দাম অনেকটা কমেছিল। গত ৭ অগাস্ট কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৩৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬ হাজার ৯২৭ টাকা। মিসড কলের মাধ্যমে আপনি সোনা ও রুপার দাম চেক করতে পারেন। ২২ ক্যারাট সোনা এবং ১৮ ক্যারাট সোনার দাম জানতে, 8955664433 নম্বরে একটি মিসড কল দিতে পারেন। একটি মিসড কল করার সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে সোনার হারের তথ্য পাওয়া যাবে।

Advertisement

TAGS:
Advertisement