scorecardresearch
 

GST on Health Insurance: স্বাস্থ্য বিমায় GST সম্পূর্ণ ছাড় কিন্তু সবার জন্য নয়, কেন্দ্রের নতুন নিয়ম সম্পর্কে যা জানা জরুরি

GST cut on health insurance and Term Life Insurance: সংবাদ সংস্থা পিটিআই-কে কেন্দ্রের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পলিসিতে প্রবীণ নাগরিক ছাড়াও অন্যান্য ব্যক্তির দ্বারা প্রদেয় প্রিমিয়ামের উপর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • এই দুই বিমার প্রিমিয়ামে GST কমবে
  • ৫ লক্ষ টাকা পর্যন্ত পলিসিতে ছাড়
  • জিএসটি কাউন্সিলের বৈঠকে ফাইনাল 

স্বাস্থ্যবিমা বা হেল্থ ইন্সুরেন্সে (Health Insurance) ও টার্ম লাইফ ইন্সুরেন্সে (Term Life Insurance) GST কমানোর দাবি একাধিক মহল থেকেই উঠছিল। ইতিমধ্যেই কেন্দ্রের বৈঠকে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর GST শিথিল করার সিদ্ধান্তে শিলমোহর পড়ে গিয়েছে। যার নির্যাস, এই দুই বিমার প্রিমিয়ামে GST কমবে। তার জেরে প্রিমিয়ামও কমবে। GST কাউন্সিলের বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বস্তুত, স্বাস্থ্যবিমা ও জীবনবিমায় জিএসটি কমানোর ফলে কিন্তু সবাই লাভবান হবেন না। বিষয়টি কীরকম? জেনে নেওয়া যাক।

৫ লক্ষ টাকা পর্যন্ত পলিসিতে ছাড়

টার্ম লাইফ ইন্সুরেন্স ও সিনিয়র সিটিজেন হেল্থ ইন্সুরেন্সের প্রিমিয়ামে ছাড় মিলতে পারে। গত শনিবার গ্রুপ অফ মিনিস্টার্স (GoM) বৈঠকে প্রায় সহ সদস্যই সহমত পোষণ করেছেন এই বিষয়ে। সংবাদ সংস্থা পিটিআই-কে কেন্দ্রের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পলিসিতে প্রবীণ নাগরিক ছাড়াও অন্যান্য ব্যক্তির দ্বারা প্রদেয় প্রিমিয়ামের উপর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদ্দা বিষয় হল, স্বাস্থ্যবিমায় প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় ও অন্যান্য বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত জিএসটি ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে টার্ম লাইফ ইন্সুরেন্স বা জীবনবিমার ক্ষেত্রে সব বয়স ও পরিবারেরই জিএসটি ছাড় হচ্ছে।  

আরও পড়ুন

জিএসটি কাউন্সিলের বৈঠকে ফাইনাল 

বর্তমানে জীবনবিমা বা টার্ম লাইফ ইন্সুরেন্স ও স্বাস্থ্যবিমা বা হেল্থ ইন্সুরেন্সে ১৮ শতাংশ GST নেওয়া হয়। কিন্তু মিটিংয়ে ঠিক হয়েছে, প্রবীণ নাগরিক ছাড়াও অন্য ব্যক্তিদেরও ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমায় জিএসটি ছাড় দেওয়া হতে পারে। মন্ত্রিগোষ্ঠীর ওই বৈঠকে অন্যান্য রাজ্যগুলির সঙ্গে পশ্চিমবঙ্গও ছিল। প্রসঙ্গত, স্বাস্থ্যবিমায় জিএসটি ছাড় দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন খোদ কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গড়করি।  

Advertisement

TAGS:
Advertisement