scorecardresearch
 

High Demand For Train Tickets: পুজোয় পাহাড়মুখী বাঙালি, টিকিটের চাহিদা তুঙ্গে; কোন ট্রেনে কত ওয়েটিং?

High Demand For Train Tickets For Puja Vacation: পুজোয় উৎসবে সামিল হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাঙালি। নবমী-দশমীর পর থেকেই ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকে। সিমলা, দার্জিলিংগামী সব ট্রেনের ওয়েটিং লিস্ট ১০০ ছাপিয়ে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন ট্রেনের ওয়েটিং লিস্টের কী হাল...

Advertisement
পুজোয় পাহাড়মুখী বাঙালি, টিকিটের চাহিদা তুঙ্গে! পুজোয় পাহাড়মুখী বাঙালি, টিকিটের চাহিদা তুঙ্গে!
হাইলাইটস
  • পুজোয় উৎসবে সামিল হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাঙালি।
  • নবমী-দশমীর পর থেকেই ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকে।
  • সিমলা, দার্জিলিংগামী সব ট্রেনের ওয়েটিং লিস্ট ১০০ ছাপিয়ে গিয়েছে।

High Demand For Train Tickets For Puja Vacation: পুজোয় উৎসবে সামিল হওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাঙালি। পুজোয় যে যার নিজের এলাকায় কাটিয়ে নবমী-দশমীর পর থেকেই ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছেন অনেকে। পুজোর সময়েও বেশ গরম থাকে বাংলায়। অনেক বাঙালির কাছে তাই পুজোর ছুটিতে অবসরের ঠিকানা মানেই পাহাড়। আর পাহাড় মানেই দার্জিলিং, কেউ কেউ আবার সিমলামুখী।

পাহাড়ে ছুটি কাটানোর জন্য ট্রেনের টিকিট বুকিং জোর কদমে শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। ইতিমধ্যেই সিমলা, দার্জিলিংগামী সব ট্রেনের ওয়েটিং লিস্ট ১০০ ছাপিয়ে গিয়েছে। যেমন, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস— সবেরই ওয়েটিং লিস্ট সেঞ্চুরি পেরিয়ে দ্রুত লম্বা হচ্ছে।

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “বিভিন্ন টিকিট রিজার্ভেশন কাউন্টারের সামনে মানুষের বিশাল লাইন চোখে পড়ার মতো। টিকিট কাটার জন্য প্রায় মধ্যরাত থেকেই লোকে শহর ও  শহরতলীর রিজার্ভেশন অফিসগুলিতে ভিড় করেছে।”

আরও পড়ুন

Train Tickets

রেল সূত্রে খবর, নেতাজী এক্সপ্রেসে (কালকা মেল) টিকিটের চাহিদা দুর্গা পুজোর একাদশী থেকে লক্ষ্মীপূজা পর্যন্ত অর্থাৎ আগামী ২৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চোখে পড়ার মতো। এছাড়াও, লক্ষ্মীপুজোর আগে ও পরে বাঙালির মধ্যে কুম্ভ এক্সপ্রেসে বেনারস ও দুন এক্সপ্রেসে দেরাদুন যাওয়ার আগ্রহ ধরা পড়েছে তার টিকিট বুকিংয়ের হিড়িক থেকেই। এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন ট্রেনের ওয়েটিং লিস্টের কী হাল...

০৭ জুলাই, ২০২৩ তারিখ পর্যন্ত ট্রেনের ওয়েটিং লিস্ট:
দার্জিলিং মেল 
(২৫.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১২০, ৩এসি – ১৬০,
(২৬.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ৬৬, ৩এসি – ৪০,
(২৭.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ২৬, ৩এসি – ২৯,
(২৮.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ২৭, ৩এসি – ১১।

Advertisement

উপাসনা/কুম্ভ এক্সপ্রেস
(২৫.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ২২১, ৩এসি – ২০৩,
(২৬.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১৪৬, ৩এসি – ১১৩,
(২৭.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১৫০, ৩এসি – ৫৮।

নেতাজী এক্সপ্রেস (কালকা মেল)
(২৫.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১৪০, ৩এসি – ৩০,
(২৬.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ১৩৫, ৩এসি – ৩২,
(২৭.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ৩৩, ৩এসি – ২৪,
(২৮.০৭.২০২৩) স্লিপার ক্লাস – ২৬, ৩এসি – ১৭।

Advertisement