scorecardresearch
 

Pan Aadhar Link : হাতে সময় খুব অল্প, এখনও প্যান-আধার লিঙ্ক না হলে কী করবেন?

হাতে এখনও সময় আছে প্যান-আধার লিঙ্ক করার। তবে যদি এখনও না করিয়ে থাকেন বা হয়ে না থাকে টেকনিক্যাল সমস্যার কারণে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন।

Advertisement
প্যান আধার লিঙ্ক প্যান আধার লিঙ্ক
হাইলাইটস
  • হাতে এখনও সময় আছে প্যান-আধার লিঙ্ক করার
  • তবে যদি এখনও না করিয়ে থাকেন বা হয়ে না থাকে টেকনিক্যাল সমস্যার কারণে
  • তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন।

Pan Aadhar Link Last Date : হাতে এখনও সময় আছে প্যান-আধার লিঙ্ক করার। তবে যদি এখনও না করিয়ে থাকেন বা হয়ে না থাকে টেকনিক্যাল সমস্যার কারণে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে চলেছেন। কারণ, আয়কর বিভাগের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আয়কর আইন ১৯৬১-র আওতায় সব প্যান কার্ড হোল্ডার যারা ছাড়ের বিভাগে পড়েন না, তাদের আধারের সঙ্গে প্যান লিঙ্ক করতে হবে। যদি প্যান কার্ড আধারের সাথে লিঙ্ক না থাকে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাই আপনি যদি এখনও প্যান ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে এই কাজটি সম্পূর্ণ করুন।

প্যান আধার লিঙ্ক করতে কী করবেন ?

  • নিজে প্যান-আধার লিঙ্ক করার জন্য আপনাকে ssup.uidai.gov.in/ssup/-এই সাইটে যেতে হবে। 
  • সেখানে আপডেট প্যান-আধার লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে 
  • ভালোভাবে দেখে নিতে হবে, আপনার প্যান এবং আধার কার্ডের যে নাম রয়েছে তা যেন দুটো জায়গাতেই এক থাকে ও সঠিক থাকে। এগুলোকে বলে ডেমোগ্রাফিক ডিটেলস। দুটো কার্ডেই যেন একই রকমের ডেমোগ্রাফিক ডিটেলস থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • অনলাইনে PAN আপডেট করতে:
  • NSDL PAN ওয়েবসাইট দেখুন - onlineservices.nsdl.com/ অথবা UTIITSL ওয়েবসাইট - pan.utiitsl.com/
  • "প্যান কার্ডের বিবরণে পরিবর্তন/সংশোধন" বিকল্পটি নির্বাচন করুন।
  • আপনার প্যান কার্ড নম্বর এবং অন্যান্য বিবরণ লিখুন এবং "জমা দিন" এ ক্লিক করুন।
  • ফর্মে প্রয়োজনীয় বিষয় পূরণ করুন এবং নথিগুলির স্ক্যান করা কপি আপলোড করুন।
  • আবেদন ফি প্রদান করুন।
  • "জমা দিন" এ ক্লিক করুন। 
  • সমস্ত তথ্য আপডেট করার পর প্যান এবং আধার কার্ড লিঙ্ক করার চেষ্টা করুন ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর বিভাগের ই-পোর্টালের মাধ্যমে।
  • এরপরেও যদি আপনার প্যান-আধার লিঙ্ক না হয়, তাহলে বায়োমেট্রিক অথেনটিফিকেশনের পথে এগোতে হবে। এক্ষেত্রে ৫০ টাকা চার্জ লাগবে যা দিতে হবে প্যান সার্ভিস প্রোভাইডারদের সেন্টারদের। 

 

Advertisement

Advertisement