scorecardresearch
 

ICICI Bank: আপনি ICICI গ্রাহক? ১০ ফেব্রুয়ারি থেকে একগুচ্ছ পরিবর্তন

আপনি যদি ICICI ব্যাঙ্কের গ্রাহক হন তবে আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ব্যাঙ্ক ক্রেডিট কার্ড সংক্রান্ত বিভিন্ন চার্জে পরিবর্তন করেছে। আপনার যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তবে এই পরিবর্তন আপনাকে সরাসরি প্রভাবিত করবে। ১০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে এই নিয়ম বদলে যাচ্ছে।

Advertisement
 ICICI ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক
হাইলাইটস
  • আপনি যদি ICICI ব্যাঙ্কের গ্রাহক হন তবে আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ খবর রয়েছে
  • ব্যাঙ্ক ক্রেডিট কার্ড সংক্রান্ত বিভিন্ন চার্জে পরিবর্তন করেছে
  • ১০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে এই নিয়ম বদলে যাচ্ছে

আপনি যদি ICICI ব্যাঙ্কের গ্রাহক হন তবে আপনার জন্য একটু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ব্যাঙ্ক ক্রেডিট কার্ড (Credit Card) সংক্রান্ত বিভিন্ন চার্জে পরিবর্তন করেছে। আপনার যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তবে এই পরিবর্তন আপনাকে সরাসরি প্রভাবিত করবে। ১০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে এই নিয়ম বদলে যাচ্ছে।

ব্যাঙ্ক চার্জে পরিবর্তন হয়েছে

ব্যাঙ্ক লেট পেমেন্ট ফি সহ বিভিন্ন চার্জ বাড়িয়েছে। নতুন চার্জ ১০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে প্রযোজ্য হবে। যদি, চেক ফেরত দেওয়া হয়, তাহলে ব্যাঙ্ক পুরো বকেয়ার দুই শতাংশ হারে চার্জ করবে।

বকেয়া অনুযায়ী লেট পেমেন্ট ফি প্রযোজ্য হবে

ব্যাঙ্ক জানিয়েছে, লেট পেমেন্ট দিলে ফি নির্ভর করবে মোট বকেয়া পরিমাণের ওপর। উল্লেখ্য, বকেয়ার পরিমাণ যদি ১০০ টাকার কম হয় তাহলে ব্যাঙ্ক কোনও লেট পেমেন্ট ফি চার্জ করবে না। ১০০ টাকা থেকে ৫০০ টাকার জন্য, ব্যাঙ্ক ১০০ টাকা চার্জ করবে। ৫০১ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত এই ফি হবে ৫০০ টাকা এবং ৫,০০১ থেকে ১০,০০০ টাকার বকেয়াতে ৭৫০ টাকা ফি দিতে হবে।

একই সময়ে, ১০,০০১- ২৫,০০০-এর বকেয়াতে, ৯০০ টাকা লেট পেমেন্ট ফি দিতে হবে। আবার ২৫,০০১ টাকা থেকে ৫০,০০০ পর্যন্ত বকেয়ার ওপর ১,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার ওপরে বকেয়াগুলির জন্য ১,২০০ টাকা দিতে হবে৷

এই ব্যাঙ্কগুলি কত টাকা নেয়?

HDFC ব্যাঙ্ক এবং SBI-এর মতো বড় ব্যাঙ্কগুলি ৫০,০০০ টাকার ওপরে বকেয়া পরিমাণের জন্য ১,৩০০ টাকা লেট ফি নেয়৷ অ্যাক্সিস ব্যাঙ্ক এর জন্য ১,০০০ টাকা চার্জ নেয়৷
 

Advertisement
Advertisement