আয়কর রিটার্ন জমা করার ডেডলাইন পেরিয়ে গিয়েছে। এখন যদি কেউ রিটার্ন ফাইল করেন, সেক্ষেত্রে কিছুটা ফাইন দিতে হবে। এদিকে যাঁরা সময়ের মধ্যেই ফাইল করে দিয়েছেন, তাঁরা রিফান্ডের জন্য অপেক্ষা করছেন। অনেকে ইতিমধ্যেই রিফান্ড পেয়ে গিয়েছেন। আবার অনেকে এখনও অপেক্ষা করছেন। আপনিও যদি সেই তালিকায় থাকেন, তবে নিশ্চিন্ত থাকুন। নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার আয়কর রিটার্ন ফেরত পেয়ে যাবেন।
কিন্তু এরই মধ্যে আয়কর রিটার্ন নিয়ে এক নতুন ধরনের স্ক্যাম বাজারে চালু হয়েছে। এই স্ক্যামাররা আয়কর দফতরের আদলে মেসেজ পাঠিয়ে লোককে ফাঁদে ফেলছে। আর এদের ফাঁদে একবার পা দিলে, আপনার অ্যাকাউন্ট খালি হতে বেশিক্ষণ লাগবে না। আয়কর বিভাগের নাম করে অনেকের ফোনে মেসেজ আসছে। সেখানে দেখানো হচ্ছে 'ইনকাম ট্যাক্স রিফান্ড ডিউ'। কিন্তু সেই মেসেজ আসলে পাঠাচ্ছে জালিয়াতি চক্রের লোকেরা।
আয়কর দফতর কী জানিয়েছে?
আয়কর দফতর এই ধরনের মেসেজ থেকে করদাতাদের সাবধানে থাকার সুপারিশ করেছে।
আয়কর বিভাগ এভাবে কল বা মেসেজে লিঙ্ক পাঠিয়ে আপনাকে কখনও কিছু করতে বলবে না। টাকা পেমেন্টের লিঙ্ক তো নয়-ই।
ফলে করদাতাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। শুধুমাত্র অফিসিয়াল ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR)-এর ওয়েবসাইটের মাধ্যমেই আয়কর ফাইল করা যায়। রিটার্ন সংক্রান্ত কোনও তথ্য ব্যক্তিগত মেসেজ বা ফোন কলের মাধ্যমে পাঠানো হয় না। নয়ডা সাইবার সেল পুলিশ এই ধরনের মেসেজের বিষয়ে সাধারণ মানুষকে সাবধান হতে বলেছে।
পুলিশ কী সতর্কবার্তা দিয়েছে?
নয়ডা সাইবার সেল পুলিশ জানিয়েছে, এই ধরনের মেসেজে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে বা একটি লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে৷ আর সেটা করলেই কারচুপির ফাঁদে পড়তে পারেন করদাতারা।
কী করা উচিত
১. কখনও কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
২. অজানা আইডি, নম্বরে টাকা পাঠাবেন না।
৩. নিজে প্রযুক্তিতে স্বচ্ছন্দ না হলে বিশ্বস্ত কর বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আয়কর সংক্রান্ত অজানা মেসেজ, ফোন এলেই সেই নম্বর ব্লক করুন। পারলে পুলিশের নজরে বিষয়টি আনুন।